হাবরায় জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার সকালে ফের একবার হাবরা শহরের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

ইতিমধ্যেই হাবরার আট নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার জলমগ্ন অবস্থায় রয়েছে সেই জায়গা গুলিকে দ্রুততার সঙ্গে পরিষ্কার করার জন্যই ১৫ টি পাম্প চলছে। এদিন সরদার পাড়া এলাকায় যে পাম্পগুলি চলছে সেখানেই পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এছাড়াও বিভাগীয় আধিকারিকদের সঙ্গে হাবরা ওয়ান বিডি অফিসেও আলোচনায় বসেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী জানান অতি শীঘ্রই সমস্ত জল নেমে যাবে এরপর পাকাপাকিভাবে সমস্যার সমাধান করা হবে ইতিমধ্যেই কলকাতা মিউনিসিপ্যালিটি থেকে চারটি পাম্প আনা হয়েছে প্রয়োজনে আরও চারটি পাম্প আনা হবে। অতি শীঘ্রই জল নিয়ে কাজ শুরু করা হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/counterfeit-notes-resque-from-barasat-nabapally/

সম্পর্কিত পোস্ট