আগামী বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীদের একটানা ১১ দিন ছুটি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী বছর দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীরা একটানা ১১ দিন ছুটি উপভোগ করতে পারবেন।শুক্রবার ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। সেখানে দেখা যাচ্ছে এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। ৩০ অক্টোবর, শুক্রবার পঞ্চমীর দিন থেকে সরকারি অফিসে পুজোর ছুটি পড়বে।
দুর্গাপুজোর ছুটি চলবে লক্ষ্মীপুজোর পরদিন ১০ অক্টোবর পর্যন্ত। কালীপুজোতেও ভাতৃদ্বীতিয়া পর্যন্ত টানা তিনদিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারিরা। পাশাপাশি দোল ও সরস্বতীপুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া, গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষ্যে বিশেষ সম্প্রদায়ের কর্মচারিদের ছুটি থাকবে।পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভূক্ত সরকারি কর্মচারিরা।
শুক্রবার প্রকাশিত রাজ্য সরকারি কর্মচারিদের ছুটির তালিকায় চোখ বুলিয়ে দেখা যাচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় একটানা ১১দিন ছুটি পেতে চলেছেন তাঁরা। এন আই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি মাত্র তিনদিন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর। কিন্তু রাজ্য সরকার আরও কয়েকটি দিন বাড়তি ছুটি ঘোষণা করেেছে।