অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বন্টন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নোভেল করোনা ভাইরাস থেকে গোটা দেশবাসীকে বাচাঁতে লকডাউন চলছে। চলছে সতর্কতা ও সচেতনতা মূলক বিভিন্ন পদক্ষেপ।

নিজেকে সুরক্ষা দিতে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জমায়েত করবেন না। সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকায় চলাফেরা করুন। শহরকে জীবানুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করার হচ্ছে এলাকাজুড়ে।

রাজ্য জুড়ে লকডাউনে গৃহবন্দি অসহায়দের খাদ্যসামগ্রী বন্টন করছেন মন্ত্রী থেকে সাংসদ বিধায়ক এমনকি পুরসভার পুরপ্রধান ও জনপ্রতিনিধিরা।

আরও পড়ুনঃকরোনার প্রকোপঃ খতিয়ে দেখা হল কমলা রায় হাসপাতালের পরিকাঠামো

নিউ বারাকপুর পুরসভার অসহায় মানুষদের হাতে সাধ্যমতো খাদ্যসামগ্রী বন্টন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্রাচার্য।

নিউ বারাকপুর পুরাতন বাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রাঙ্গণে অসহায় গরীব একাকী মানুষ বৃদ্ধ বৃদ্ধাদের হাতে মন্ত্রী সাধ্যমতো খাদ্যসামগ্রী তুলে দিলেন।

সংকটময় মুহুর্তে চরম দুর্ভোগ ও দুর্যোগে অসহায় পরিবারগুলি ত্রাণসামগ্রী পেয়ে বেজায় খুশি।

মন্ত্রী বলেন “দমদম উত্তর বিধানসভার নিউ বারাকপুর মানুষদের পাশে আমি ছিলাম আছি থাকব।পুর এলাকার মানুষদের পাশে দাড়িয়ে নিজ হাতে সাধ্যমতো খাদ্যসামগ্রী তুলে দিলাম। পুরসভা স্তরে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা এলাকাজুড়ে ত্রানসামগ্রী বিতরণ করুন। সাবধানতা সচেতনতার জরুরি। মেনে চলুন স্বাস্থ্যবিধি।”

উপস্হিত ছিলেন নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান তৃপ্তি মজুমদার,নিউ বারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখেন মজুমদার এবং পুরদলনেতা প্রবীর সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা।

সম্পর্কিত পোস্ট