২১ মে পর্যন্ত লক ডাউনের পক্ষে রাজ্য, “আজ ও কাল আমরা অপেক্ষা করব, পরশু সিদ্ধান্ত জানাবো” : মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ৩রা মে র পর থেকে লকডাউন ফ্রি হবে না কি লক ডাউন থ্রী হবে তা সরকারি ভাবে জানানো না হলেও , লকডাউন বৃদ্ধির দিকেই যে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী , সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নে করোনা মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে থাকছেন অর্থমন্ত্রী অমিত মিত্র , তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় , মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম , স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। এছাড়াও থাকছেন রাজ্যের স্বাস্থ্যসচিব ও মুখ্যসচিব। রাজ্য়ের করোনা পরিস্থিতির উপর ওই মন্ত্রিগোষ্ঠী নজর রাখবে বলে জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷

‘২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যেতে চায় রাজ্য় সরকার’, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন সকালেই লকডাউন পরিস্থিতি নিয়ে মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ অন্তত ওঁর শরীরী ভাষা দেখে তো তাই মনে হয়েছে৷’

এক্ষেত্রে রাজ্য় সরকারও কেন্দ্রের নির্দেশ মতো পদক্ষেপ করতে চায় বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন।

তবে কেন্দ্র লকডাউন চাইলেও তাঁদের সদ্বিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্য়মন্ত্রী৷ মোদী সরকারকে খোঁচা দিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, ‘আমরা তো ফুল লকডাউনের পক্ষে৷ কিন্তু কেন্দ্র একবার বলছে লকডাউন আরও কড়াকড়ি করতে হবে, আবার তারপরেই বলছে দোকান খুলে দিতে হবে৷ দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বেই৷ মানুষকে কীভাবে আটকাব৷ দোকান খুলে রাখলে লকডাউন ব্য়র্থ হবেই৷’

“সকালের মিটিংয়ে বোবার মত ৩ ঘন্টা বসেছিলাম, আমায় কিছু বলতে দেওয়া হয়নি”,অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের

করোনা মোকাবিলায় রাজ্য় সরকারও ২১ মে পর্যন্ত লকডাউন জারি রাখতে চায় বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী৷ এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেন, ‘২১ মে পর্যন্ত যেমন চলছে, তেমন চলবে৷ রেড জোনে আরও বেশি কড়াকড়ি হবে৷ একটু ছাড় অরেঞ্জ ও গ্রিন জোনে৷’

লকডাউন ঠিক কবে পর্যন্ত বাড়তে পারে সেব্য়াপারে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র৷ তবে পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষপাতী রাজ্য সরকার৷ এই প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী বলেছেন, ‘আজ ও কাল আমরা অপেক্ষা করব৷ পরশু আমরা সিদ্ধান্ত জানাব৷’

সব মিলিয়ে করোনা মোকাবিলায় এরাজ্য়ে লকডাউন যে আরও বাড়ছে তা একপ্রকার নিশ্চিত৷ রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে একসঙ্গে লকডাউন না তুলে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরাও৷

অন্যদিকে, লকডাউনের জেরে রাজ্যের অসংগঠিত শ্রমিকদের স্বার্থে ঘোষিত রাজ্যসরকারের নতুন প্রকল্প ‘প্রচেষ্টা’ আপাতত স্থগিত রাখা হল। মূলত এই প্রকল্পে রাজ্যে প্রত্যেক অসংগঠিত শ্রমিককে মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছিল।

এই প্রকল্পের ফর্ম মূলত জেলার প্রশাসনিক দফতরগুলি, বিডিও অফিস বা ব্লক স্তরের অফিস থেকে দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্পের সুবিধা পেতে অসহায়, অসংগঠিত শ্রমিকরা ভিড় জমাতে শুরু করেছিলেন দফতরগুলিতে। যা আদতে ছিল বিপদ সংকেত। তার জেরেই আপাত ভাবে স্থগিত করা হল এই প্রকল্প।

সম্পর্কিত পোস্ট