স্টেট পুলিশ বনাম কলকাতা পুলিশ আকচাআকচি , সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী নবান্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের থানা ও পুলিশ কমিশনারেট গুলির এলাকা বিভাজন জনিত সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার। এই সমস্যার স্থায়ী সমাধান ঘটাতে সারা রাজ্যের পুলিশের জন্য অভিন্ন আচরণবিধি চালু হতে চলেছে।
বহুদিন ধরেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ সাহায্যের আর্জি নিয়ে কোনও আর্ত মানুষ থানায় গেলে, ‘এলাকা’ আমাদের নয় বলে দায় সারে পুলিশ। কলকাতা ও রাজ্য পুলিশের মধ্যে এলাকা নিয়ে আকচা আকচি নতুন কিছু নয়। সম্প্রতি কয়েকটি পথ দুর্ঘটনার ক্ষেত্রে এলাকা নির্ধারণ নিয়ে কলকাতা ও রাজ্য পুলিসের মধ্যে এই সমস্যা চোখে পড়েছে মুখ্যমন্ত্রীর।
একই ধরেনের সমস্যা নতুন পুলিশ কমিশনারেট গুলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে।এর স্থায়ী সমাধান করার নির্দেশ দিয়েছেন তিনি। এলাকা নির্বিশেষে পুলিশ যেন বিপদগ্রস্ত মানুষের সেবায় এগিয়ে আসে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। তাই এই অভিন্ন বিধি তৈরির ভাবনা বলে প্রশাসনিক সূত্রে খবর।
কলকাতা থেকে ৪ টি রুটে ৫ টি অত্যাধুনিক ভলভো বাস পরিষেবা চালু
শীঘ্রই বিষয়টি নিয়ে নবান্নে বৈঠক করবেন স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। আর্ত মানুষের সেবায় এহেন অভিন্ন আচরণবিধি নির্ধারিত হওয়ার পরই তা নির্দেশিকা আকারে প্রকাশ করা হবে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গিয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে কোনও ঘটনা ঘটলে, আর্ত কোনও ব্যক্তি থানায় গেলে সঙ্গে সঙ্গে তার অভিযোগ নিতে হবে। এটা রাজ্য পুলিস, এটা কলকাতা পুলিসের এলাকা বলে দায় এড়ানো যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রসচিব বিষয়টি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বৈঠক করবেন।
সেই বৈঠকে কলকাতা পুলিস, বিধাননগর পুলিসসহ রাজ্য পুলিসের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেখানেই এ ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।