ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সরকার গঠনের পরেই শুরু হল রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত। শনিবার সন্ধ্যা ৭ টায় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন টুইট করেই সেকথা জানিয়েছেন তিনি। রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষলেন রাজ্যপাল।

রাজ্যপালের তরফে অভিযোগ, ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ স্বরাষ্ট্রদফতরের অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই এবার মুখ্যসচিবকে তলব করেছেন তিনি।

 

২ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে অব্যহত হিংসার ঘটনা। কোচবিহার থেকে শুরু করে খানাকুল, নদীয়া, কাঁকুড়গাছি সমস্ত জায়গাতেই জারি রয়েছে হিংসার ঘটনা। যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নতুন করে শুরু হয়েছে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত।

এমত অবস্থায় রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই প্রশাসনিক কর্তাদের কাছ থেকে রিপোর্ট তলব করে পাঠান রাজ্যপাল। সেই রিপোর্ট এখনও অবধি রাজভবনে জমা পড়েনি বলে জানিয়েছেন তিনি।

একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজ্য পুলিশের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্ট রাজভবনে জমা করেনি এইচ এস দ্বিবেদী।

সম্পর্কিত পোস্ট