মে দিবসে “ওদের” পাশে কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়
রাহুল গুপ্ত
মে দিবস , মানে শ্রমিকদের জন্য তাদের স্বার্থে আজকের এই দিন। যা পালন হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। সেই
১৯২১ সাল থেকে। কিন্তু আজ ভারত সহ ১৩১ টি দেশের অবস্থা এক।
করোনা কাঁটায় জর্জরিত সবাই তা সে আপনি শ্রমিক বলুন কিংবা মালিক দুই পক্ষই।
লকডাউনের “মে” দিবস – অনলাইনে পালিত আজকের দিন
এই পরিস্থিতিতে পয়লা মে শ্রমিক দিবসে কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয়ন নিউ আলিপুর টালিগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে অঞ্চলের 100 জন হকার ,রিক্সা , নিরাপত্তা রক্ষী সহ শ্রমজীবী মানুষ দের রান্না করা খাবার দেওয়া হয়।
এদিনের এই উদ্দ্যোগে উপস্থিত ছিলেন কলকাতা স্ট্রীট হকার্স ইউনিয় এর জেলা কমিটি সদস্য তারক বোস , গোপাল ধর ও জয় বোস.