বীরবাহাকে অপমান করেছিলেন শুভেন্দু! তৃণমূলের দাবি অখিলের দোষেই দুষ্ট বিরোধী দলনেতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করে রাজ্যের কারামন্ত্রী শুধু যে সংবিধানের রক্ষককে অপমান করেছেন তা নয়, আদিবাসী ভাবাবেগে আঘাতের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে রাজনীতির ছক মেনে প্রবল সরব বিজেপি। ইতিমধ্যেই এই ইস্যুকে সামনে রেখে আদিবাসীদের মধ্যে তৃণমূল বিরোধী মনোভাব উস্কে দেওয়ার চেষ্টা করছে তারা।
এদিকে অখিল গিরির মন্তব্যের সমালোচনা করলেও তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল। এই পরিস্থিতি মোকাবিলায় শুভেন্দু অধিকারীর একটি পুরনো মন্তব্যকে সামনে নিয়ে এসেছেন কুণাল ঘোষরা। তৃণমূলের দাবি, অখিলের মতোই একই দোষে দুষ্ট শুভেন্দু অধিকারী।
কেন শুভেন্দুকে কাঠগড়ায় তোলার সুযোগ পাওয়া গেল? তৃণমূলের পক্ষ থেকে ২১ এর বিধানসভা নির্বাচনের আগের একটি ভিডিও ভাইরাল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঝাড়গ্রাম যাওয়ার পথ আটকানোয় শুভেন্দু অধিকারী রেগেমেগে গাড়ি থেকে নেমে বলছেন, “এই দেবনাথ হাঁসদা, বীরবাহা এরা সব শিশু। আমার জুতোর নীচে থাকে!”
ইস্যুহীন বিজেপিকে চাঙ্গা করলেন অখিল, আদিবাসী ভোট টার্গেট গেরুয়া শিবিরের
উল্লেখ্য, বীরবাহা হলেন সাঁওতালি সিনেমার সুপারস্টার তথা রাজ্যের মন্ত্রী। সেদিন তৃণমূল কর্মীদের নিয়ে তিনিই শুভেন্দুর পথ আটকে ছিলেন। তৃণমূলের দাবি, আদিবাসী সম্প্রদায়ের সদস্য বীরবাহাকে জুতোর নীচে রাখার কথা বলে যে শুভেন্দু অধিকারী আগেই আদিবাসীদের অপমান করেছেন, তাঁর মুখে অখিল গিরির সমালোচনা মানায় না।
যদিও তৃণমূলের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু ও অখিল গিরির মন্তব্যকে আলাদা করে দেখানোর একটা চেষ্টা চলছে। তাদের বক্তব্য, রাষ্ট্রপতি ও বীরবাহা হাঁসদা এক নন! তবে এই বিষয়ে মুখ খুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীর।