রোজভ্যালি কান্ডে শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করল সিবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রোজভ্যালির মালিক গৌত্ম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আগামীকাল ভুবনেশ্বর আদালতে তোলা হতে পারে শুভ্রাকে।

শুভ্রার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সহ অভিযোগ এনেছে সিবিআই। শ্রভ্রার বিরুদ্ধে বহু লক্ষ কোটি টাকা পাচারের অভিযোগ এনেছে সিবিআই। সিবিআইয়ের প্রশ্নের কোনও উত্তর দেননি। বরং বারবার তা এড়িয়ে গিয়েছেন তিনি। যেকারণেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, টাকা পাচারের ক্ষেত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে তাঁকে একাধিকবার জেরা করে ইডি এবং সিবিআই আধিকারিকরা। এমনকি ২০১৯ সালে সাউথ সিটির ফ্ল্যাটে হানা দেয় গোয়েন্দা বিভাগ। কিন্তু সেদিন সেখানে ছিলেন না শুভ্রা। পরে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন তিনি।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-mp-satabdi-roy-is-going-to-delhi-bjp-joining-is-at-peak/

অভিযোগ রোজভ্যালির মালিক গৌতম কুন্ডুকে গ্রেফতারের পর তার অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন শুভ্রা কুন্ডু। যার হদিশ এখন অবধি মেলেনি। মূলত সেই বিষয়েই জানতে জিজ্ঞাসাবাদ করছিলেন সিবিআই আধিকারিকরা এমনটাই সূত্রের খবর।

এছাড়াও আদ্রিজা জুয়ালারি থেকে প্রচুর গহনা সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শুভ্রা কুন্ডুর বিরুদ্ধে। কিছু বছর আগে অদ্রিজা জুয়েলারিতে হানা দেয় সিবিআই। সেখান থেকে স্টক মিলিয়ে দেখা যায় প্রায় ৭০০ কোটি টাকা গরমিল রয়েছে। সবকটি স্টোর মিলিয়ে সেই টাকা বিপুল অঙ্কের হবে বলে অভিযোগ তুলেছেন গোয়েন্দা বিভাগ। এমনকি জেলার ভিতর বসে গৌতম কুন্ডুর নির্দেশ অনুযায়ী তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডু এই কাজ করতেন বলে অভিযোগ।

এবিষয়ে সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। তিনি জানিয়েছেন, সিবিআই যা করে সঠিক কাজ করেছে। শুধুমাত্র শুভ্রা কুন্ডু অথবা কেডি সিংকে গ্রেফতার করলেই হবে না। এই চিটফান্ড কান্ডের যিনি মাথা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে চুড়ান্ত সমাধান করতে হবে। আর এই সমস্ত চিটফান্ড কোম্পানিগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করে গরীব মানুষকে টাকা ফির‍্যে দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

 

সম্পর্কিত পোস্ট