বিধানসভার স্বাধিকার ভঙ্গের অভিযোগ, ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে নোটিশ পেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ পেশ হল বিধানসভায়।সিবিআই এবং ইডির দুই কর্তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে বুধবার বিধানসভায় প্রস্তাব পেশ করলেন তৃণমূলের উপ মুখ্য সচেতক তাপস রায়।
স্বাধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে সিবিআই কর্তা সত্যেন্দ্র সিং এবং ইডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রথীন বিশ্বাসের বিরুদ্ধে। নারদকাণ্ডে বিধানসভা অধ্যক্ষের অনুমতি ছাড়া সিবিআই এবং ইডির চার্জশিটে জনপ্রতিনিধিদের নাম উল্লেখ করার বিষয়টি অসাংবিধানিক জানিয়ে দুই কেন্দ্রীয় সংস্থাকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্প্রতি চিঠি পাঠান।
গত ২২ সেপ্টেম্বর সিবিআই এবং ইডির দুই কর্তাকে চিঠি পাঠানো হয়।বিধানসভায় হাজিরা এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল দুই সংস্থা। ইকোর্টের রায় তাদের বিরুদ্ধে যাওয়ায় বাধ্য হয়ে বিধানসভায় আধিকারিকদের পাঠায় তদন্তকারী সংস্থা।কিন্তু সিবিআই এবং ইডি র আচরণ নিয়ে ক্ষুব্ধ অধ্যক্ষ।
রাজ্যে উৎপাদিত দুগ্ধজাত পণ্য বিপননে নিজস্ব ব্র্যান্ড, নভেম্বরেই পথ চলা শুরু করবে ‘বাংলা ডেয়ারি’-
এই নিয়ে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে সভায় বিবৃতি দেন তিনি ।সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবং বিধানসভায় দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের অভিযোগ তুলে সরব হল ক্ষমতাসীন শাসকদল।দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নতুন নয়।
সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে সিবিআই এবং ইডির। শীর্ষ আদালত কয়লা-কাণ্ডের রায় দিতে গিয়ে সিবিআইকে খাঁচায় পোষা তোতাপাখি বলেও মন্তব্য করেছিল। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, দুই কেন্দ্রীয় সংস্থা নিশানা করেছে মূলত বিরোধীদের।