নয়া CBI ডিরেক্টর নির্বাচিত হলেন সুবোধ কুমার জয়সওয়াল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে জল্পনার অবসান। নতুন সিবিআই ডিরেক্টর পদের জন্য নির্বাচিত হলেন সুবোধ কুমার জয়সওয়াল। এর আগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন তিনি।
এর মুম্বই পুলিশের ডিজি পদে ছিলেন সুবোধ জয়সওয়াল। আগামী দুই বছরের জন্য সিবিআই ডিরেক্টর পদে নির্বাচিত করা হয়েছে তাঁকে৷
এর আগে সিবিআই ডিরেক্টর পদের নির্বাচন নিয়ে একাধিকবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা এবং বিরোধী পক্ষের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।সেখানে একাধিক জনের নাম উঠে আসে।
সিবিআই পদের জন্য মূলত তিনটি নাম উঠে এসেছিল সুবোধ কুমার, স্পেশাল ইন্টারনাল সিকিউরিটির কেআর চন্দ্র এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ভিএসকে কৌমুদী।নাম বাছাই নিয়ে বিরোধীতা করেন অধীর রঞ্জন চৌধুরী। পরে মঙ্গলবার দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে সিবিআই ডিরেক্টর পদে ছিলেন আরকে শুক্ল। গত ফেব্রুয়ারি মাসে তাঁর দুই বছরের মেয়াদ শেষ হয়। সেই পদের জন্য অ্যাডিশনাল ডিরেক্টর প্রবীন সিনহাকে নিযুক্ত করা হয়।