ধার পেলে তবে নভেম্বরের বেতন হবে? শুভেন্দুর ১০ হাজার কোটি মন্তব্যে জল্পনা তুঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের কোষাগার একেবারে ফাঁকা। জরুরিভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই ধারের টাকা না পেলে রাজ্য সরকারি কর্মচারীদের কারো বেতন হবে না!

শুক্রবার এমন‌ই চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথার ভিত্তিতে নভেম্বরের শুরুতে রাজ্য সরকারি কর্মীরা আদৌ বেতন পাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শুভেন্দুর দাবি, একদিকে রাজ্য সরকারের আয়ের তেমন কোনও সূত্র নেই। তার উপর উৎসবের নামে লাগামহীন দান খয়রাতি চলছে‌। সবমিলিয়ে বাংলার অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে পড়েছে। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ ছাড়ে রাজ্য সরকারের মোট ধার ৬ লক্ষ কোটি ছাপিয়ে গিয়েছে।

তৃণমূল-সিপিএম ‘বাইনারি’ করে দিলেন বিজেপির সায়ন্তন!

এরপর‌ও রাজ্যকে ধার দিলে সেই টাকা ফিরত পেতে সমস্যা হতে পারে। এই যুক্তি তুলে ধরে তিনি আর অর্থ বরাদ্দ না করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখেছেন বলেও শুভেন্দু অধিকারী জানিয়েছেন।

এমনিতেই রাজ্য সরকারের আর্থিক অবস্থা সুবিধের নয়। সেই পরিস্থিতিতে শুভেন্দুর দাবি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। সকলের মনেই নভেম্বরের বেতন পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে।

সম্পর্কিত পোস্ট