”হঠাৎ যদি দেখেন কাশ্মীরে উড়ছে ভারতের তেরঙা….” – কিসের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ

”হঠাৎ যদি দেখেন কাশ্মীরে উড়ছে ভারতের তেরঙা….” – কিসের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ? পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফের জুড়বে ভারতবর্ষের সঙ্গে ? এই জল্পনা চরমে উঠেছে সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায়।

২০২৪ সালের লোকসভা ভোটের আগেই পাক অধিকৃত কাশ্মীর এর দখল করে নেবে ভারত ? অমিত শাহের ডেপুটি নিশীথ সাফ জানিয়েছেন, “যে কোনও দিন পাক অধিকৃত কাশ্মীরে উড়তে পারে তেরঙ্গা।”

কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিশ্চিত ভাবেই মোদী সরকারে বলিষ্ঠ সিদ্ধান্ত গুলির মধ্য অন্যতম। এই ধারা অবলুপ্তির পর জম্মু ও কাশ্মীরের আসন বিন্যাস নিয়ে, দিন কয়েক আগেই সংসদে বক্তব্য রেখেছেন অমিত শাহ। সেখানেই তাঁর মুখে উঠে আসে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ – এমন দুই জন ব্যক্তি দেশকে নেতৃত্ব দিচ্ছেন। দেশের মঙ্গলার্থে যা প্রয়োজন তাঁরা করবেন।

ডেপুটি নিশীথের এই বক্তব্য ঘিরে পাক অধিকৃত কাশ্মীর দখলের জল্পনা বেড়েছে। তাহলে কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কাশ্মীরকে পুনরুদ্ধার করা হবে ? দখলদারির যোগ্য জবাব পাবে ইসলামাবাদ ? এর উত্তর পেতে দেশবাসী তাকিয়ে মোদী-শাহের দিকেই।

সম্পর্কিত পোস্ট