“শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতে পারছে না”- বিপ্লব দেবকে বেনজির আক্রমন সুদীপ রায় বর্মনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় তৃণমূলের শক্তিবৃদ্ধি করতে মরিয়া নেতৃত্বরা। একইসঙ্গে সেই শক্তিক্ষয় করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। টিলার রাজ্যেরা রাজনৈতিক উত্তাপের আঁচ পড়েছে রাজধানীতেও। চাপে পড়েছেন বিপ্লব দেব। রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল এখন প্রকাশ্যে। এবার নাম না করে ফের বিপ্লব দেবকে খোঁচা দিলেন ত্রিপুরার বিজেপির বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
ত্রিপুরায় (Tripura) পুরভোটের (municipal election) দুদিন আগে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, “সিপিএম-এর গুণ্ডারা বিজেপিতে ঢুকে বদনাম করছে। দলের বর্তমান রাজ্য নেতৃত্বকে শিশুসুলভ বলেও কটাক্ষ করেন। সঙ্গে তিনি বলেছেন, এই বিজেপিই সিপিএম-এর মতো জগদ্দল পাথরকে রাজ্যের ক্ষমতা থেকে সরিয়েছিল।
ফের আগরতলায় তৃণমূল প্রার্থীর উপর হামলা , প্রচারের শেষ দিনে উত্তেজনা
তাঁর কথায়, ” সিপিএম-এর আমলের গুন্ডারাই বিজেপিতে এসে এখন সন্ত্রাস করছে। গুন্ডারা দলে আসায় বিজেপির নাম দুর্নাম হচ্ছে। ত্রিপুরায় পুরভোটকে প্রহসনে পরিণত করছে। মূল শত্রুকে চিহ্নিত করতে ভুল করছে বিজেপি (BJP)। যাঁরা রাগ-অভিমান করে দল ছেড়েছেন তাঁদের ফেরানো দরকার। তার বদলে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। শিশুসুলভ নেতৃত্ব, আসল শত্রুকে চিনতে পারছে না।’
প্রসঙ্গত, ত্রিপুরার রাজনীতিতে সুদীপ রায়বর্মন নামটা বহু বছর ধরেই পরিচিত হলেও বছর খানেক ধরেই তিনি বেসুরো । গত বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবের সরকার গঠনের আগেই তিনি বিজেপিতে যোগ দেন৷ বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন বার বার৷
আর এবার ত্রিপুরার মাটিতে তৃণমূল নিজেদের জমি শক্ত করতে চাইছে, একাধিক নেতা-নেত্রী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন, তখনই বিজেপির বিরুদ্ধে সরব হলেন সুদীপ রায়বর্মন ৷