Sudip Roy Barman Join Congress : জল্পনার অবসান ঘটিয়ে ‘হাত’ ধরলেন সুদীপ রায় বর্মন
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: কংগ্রেসে যোগ দিলেন সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা। সোমবারই আগরতলার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সুদীপ রায় বর্মন ( Sudip Roy Barman Join Congress )। সেইসঙ্গে ছাড়েন দলের প্রাথমিক সদস্যপদ। সুদীপ রায় বর্মনের ( Sudip Roy Barman Join Congress )ঘনিষ্ঠ হিসেবে আশীষ কুমার সাহা ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে দলের প্রাথমিক পদ থেকে ইস্তফা দেন তারা ।
সোমবারই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছিল তারা রাহুল গান্ধীর সঙ্গে শীঘ্রই দেখা করতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি করে মঙ্গলবার সকালে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর কংগ্রেসে ( Sudip Roy Barman Join Congress ) যোগদান করলেন তারা। নিঃসন্দেহে সুদীপ রায় বর্মনের মত দাপুটে নেতা বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ায় যথেষ্ট ব্যাকফুটে গেরুয়া শিবির।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সুদীপ রায় বর্মনের বিবাদ বহুদিনের। সেই বিবাদে ঘৃতাহুতি পড়েছিল মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর। তখনই শোনা গিয়েছিলো হয়ত সুদীপ রায় বর্মন ( Sudip Roy Barman Join Congress ) বন্ধু মুকুল রায়ের পথ অনুসরণ করে তৃণমূলে যোগদান করবেন।
Sudip Roy Barman Join Congress
প্রসঙ্গত এই মুহূর্তে ত্রিপুরার মাটিতে রাজীব বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সংগঠন গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। আগরতলা পৌর নির্বাচনে মাত্র একটি আসনে খাতা খুলতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয় সংগঠন আগের থেকে আরো অনেকটাই মজবুত হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের কাছে সুদীপ রায় বর্মনের মত নেতার ইস্তফা যথেষ্ট অস্বস্তিকর। অন্যদিকে ত্রিপুরার মাটিতে শক্ত সংগঠন রয়েছে বামেদের। সেক্ষেত্রে সুদীপ রায় বর্মন কংগ্রেসে যোগ দিলে হাত শিবির যে শক্তিশালী হবে সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
চতুর্মুখী এই লড়াইয়ে পাল্লা ভারী কোনো রাজনৈতিক দলের দিকে হয় সে দিকেই নজর রয়েছে আপামর রাজ্যবাসীর।