Sudip Roy Barman Resign BJP : গেরুয়া শিবিরে ধাক্কা, ত্রিপুরায় ২ বিধায়কের ইস্তফা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপি শিবিরে বড় ধাক্কা। এদিন বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন দুই বিধায়ক। তাঁরা হলেন, সুদীপ রায় বর্মন ( Sudip Roy Barman Resign BJP ) এবং আশিস সাহা (। বিজেপির প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিয়েছেন তাঁরা। সোমবার সকালেই তারা বিধানসভায় গিয়ে ইস্তফা দিয়ে আসেন। দুই নেতাই ইস্তফা দেওয়ার পরে দিল্লি গিয়েছেন বলে জানা গিয়েছে।
দিনকয়েক আগেই প্রকাশ্যে তিনি জানিয়েছিলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে আর বিজেপির হয়ে লড়াই করবেন না। এদিন সেই জল্পনাতে সীলমোহর দিলেন সুদীপ রায় বর্মন ( Sudip Roy Barman Resign BJP )।
বরাবরই তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরোধী বলে পরিচিত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর যোগাযোগ অনেকটাই পুরনো। শোনা যায় মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই বিজেপির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন সুদীপ রায় বর্মন।
Sudip Roy Barman Resign BJP
ইস্তফা দেওয়ার পরে দিন সুদীপ রায় বর্মন ( Sudip Roy Barman Resign BJP ) জানিয়েছেন, মানুষের জন্য আমাদের রাজনীতি করা। তাই মানুষের কষ্ট আর দুর্দশা সহ্য হচ্ছিলো নাথ। ইস্তফা দিয়ে অনেকটাই হালকা লাগছে। ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন। স্বীকৃত দল তারা কিছু করতে পারছে না। এই রাজ্যে একনায়কতন্ত্র কায়েম রয়েছে। মন্ত্রীরা তাদের অসহায়তার কথা বলেন। হাতে গোনা কয়েকজন অফিসার যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। মানুষের আর্তনাদ তাদের হৃদয় স্পর্শ করছে না।
প্রসঙ্গত জানা যাচ্ছে তৃণমূল নয় হয়তো কংগ্রেসের হাত ধরতে পারেন সুদীপ রায় বর্মন। এদিন দিল্লি গিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। যদিও কংগ্রেসের তরফেে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ত্রিপুরা সুদীপ রায় বর্মনের বিজেপি থেকে পদত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বটে। তবে একই সঙ্গে সকলেই মনে করেছিলেন তিনি হয়তো তৃণমূলে যোগদান করবেন। সেই জল্পনাকে কার্যত নস্যাৎ করে দিয়ে সুদীপ রায় বর্মন ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে কংগ্রেসের হাত ধরে ত্রিপুরায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামতে পারেন। সবটাই সময়ের অপেক্ষা।