সুদীপের তৃণমূল যোগের জল্পনায় সরগরম ত্রিপুরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুদীপ রায় বর্মনের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে বিজেপির। তাহলে কি এবার দল ছাড়ার অপেক্ষা মুকুল ঘনিষ্ঠ সুদীপ রায় বর্মণের? ত্রিপুরার রাজনীতির আকাশে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

মঙ্গলবার বিকেলে ত্রিপুরার মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। নতুন তিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশান্ত চৌধুরী , ভগবান দাস এবং রামপ্রসাদ পাল। মন্ত্রিসভার সম্প্রসারণের পরও ঠাঁই হয়নি সুদীপ রায় বর্মন বা তার অনুগামী কারোরই।

এতেই স্পষ্ট হয়ে গেল ত্রিপুরার বিজেপি যতই বিপ্লব দেবকে নিয়ে আড়াআড়ি ভাবে বিভক্ত হোক না কেন, শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লবেই আস্থা রাখছেন। এরপরই কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপ রায় বর্মন। জানাচ্ছেন বিজেপির সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না।

তলে তলে সুদীপ রায় বর্মন যে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন তা বিজেপি নেতৃত্বের অজানা নয়। সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে যান সুদীপ। তারপরেই জোরালো হতে থাকে জল্পনা।

নতুন সাজে সেজে উঠবে রবীন্দ্র সরোবর, বিশেষজ্ঞ কমিটি গঠন করল KMDA

ত্রিপুরার মাটিতে সুদীপ রায় বর্মনের জনপ্রিয়তা নিঃসন্দেহে বিপ্লব দেবের তুলনায় বেশি। একথা স্বীকার করে নেন পড়শী রাজ্যের বিজেপি নেতৃত্বের অনেকেই।

একইসঙ্গে মুকুল ঘনিষ্ঠ এই নেতার অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তাই সদলবলে বিজেপির প্রতি বিরূপ হয়ে যদি তৃণমূলে যোগদান করেন সুদীপ রায় বর্মন, তাহলে এক ধাক্কায় ত্রিপুরার তৃণমূল অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না।

মঙ্গলবারের ঘটনার পর স্পষ্ট হয়ে গেল সুদীপ রায় বর্মনকে ধরে রাখতে তার কাছে নতি স্বীকার করতে রাজি নয় বিজেপি। এরপরেও সুদীপ রায় বর্মন বিজেপিতে থাকবেন কিনা সে প্রশ্ন সরগরম ত্রিপুরা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সুদীপ রায় বর্মন তৃণমূলে যোগ দিলে লাভ হবে ঘাসফুল শিবিরের। সোমবারে নিজের অনুগামী প্রায় ২ হাজার নেতাকর্মীকে নিয়ে একান্তে বৈঠক করেছেন সুদীপ। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিজেপি বিধায়কও।

শুধু তাই নয় দিন কয়েক আগেও কলকাতায় বেশ কয়েকজন বিজেপি বিধায়ক নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করে গিয়েছেন সুদীপ। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

উল্লেখ্য মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর ত্রিপুরার মাটিতে সুদীপ রায় বর্মনের রাজনৈতিক ভবিষ্যত কী হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর সুদীপ রায় বর্মন ও তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ফের তৃণমূলের ফিরে আসেন মুকুল রায়। তখন থেকে জল পরার সূত্রপাত।

এখন দেখার সুদীপ রায় বর্মন তাঁর রাজনৈতিক মতাদর্শ কোন পথে চালনা করেন। ওয়াকিবহাল মহলের মতে হয়তো আর কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে তা।

সম্পর্কিত পোস্ট