সুদীপ্ত সেনকে দিয়ে বলানো হয়েছে, শুভেন্দুর নাম SSC কেলেঙ্কারি থেকে নজর ঘোরানোর ‘ছক’ দাবি বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জেলবন্দি সারদা-কর্তা সুদীপ্ত সেন আদালতে হাজিরা দেওয়ার সময় স্পষ্ট শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ করেছেন। বলেছেন, তাকে নিয়মিত ব্ল্যাকমেল করে টাকা নিতেন শুভেন্দু। এই নিয়ে গেরুয়া শিবিরকে চেপে ধরেছে তৃণমূল।

এই ঘটনার পরই শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন কুণাল ঘোষ। যদিও এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বিজেপি। তাদের দাবি, এসএসসি কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই সবকিছু করা হচ্ছে।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসএসসি কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে বাংলার শাসক দলের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। শুধু শহর এলাকা নয় জেলাতেও বেকায়দায় পড়েছে তৃণমূল।

২৩ শে ত্রিপুরাতেও বাম-কং জোট? সেমিফাইনালের ফল উস্কে দিল জল্পনা

পঞ্চায়েত নির্বাচনের আগে যা তাদের চিন্তা বাড়িয়েছে। যত কেলেঙ্কারির কথা সামনে উঠে আসছে ততই অস্বস্তি বাড়ছে শাসকদলের। এই অবস্থায় এসএসসি কেলেঙ্কারি থেকে আমজনতার নজর ঘোরাতেই সারদা কর্তা সুদীপ্ত সেনের মুখ দিয়ে শুভেন্দু অধিকারীর নাম বলানো হয়েছে।

বিজেপি শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনলেও তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর যাবতীয় ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন সুদীপ্ত সেন। উল্টে তারা কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। কেন এই নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সেই প্রশ্ন‌ও তুলেছে তারা।

সম্পর্কিত পোস্ট