খুন নাকি আত্মহত্যা? কী বলছে বিধায়কের ময়না তদন্তের রিপোর্ট?
দ্য কোয়ারি ডেস্ক: রহস্যমৃতুর কারণ কি? খুন নাকি আত্মহত্যা?
সোমবার সকালে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর কারণ নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।
মঙ্গলবার সকালে সেই বিষয়টি পরিষ্কার করে দিল ময়নাতদন্তের রিপোর্ট।
যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে ঝুলন্ত অবস্থায় মৃত্যু হয়েছে বিজেপি বিধায়কের।
সোমবার বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছিল গেরুয়া শিবির।
খুনের অভিযোগ তোলেন বিজেপি নেতারা। তড়িঘড়ি বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন শীর্ষ নেতৃত্ব । এমনকি জেলায় জেলায় বিক্ষোভও শুরু হয়।
হেমতাবাদের বিধায়কের মৃত্যুর পর ‘নিরাপত্তা’ নিয়ে প্রশ্ন তুললেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী বিজেপি বিধায়কের শরীরে কোনও আঘাত মেলেনি।
তবে ঘটনার পিছনে কোন প্ররোচনা ছিল কি না তা জানা যায়নি।
সোমবার ঘটনার পর থেকেই সিবিআই তদন্তের দাবী করে আসছিল বিজেপি এবং মৃত বিধায়কের পরিবার।
মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানেই পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবী করেন তাঁরা।
Killing is being covered up as suicide. We demanded Pres for CBI probe as we don't trust any agency of Bengal govt. We told that such a govt has no right to be in power: BJP's Kailash Vijayvargiya after meeting Pres Kovind over death of BJP MLA DN Ray,whose body was found hanging pic.twitter.com/zDtWk2ik8i
— ANI (@ANI) July 14, 2020