হোম কোয়ারেন্টাইনে সুজন চক্রবর্তী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তীর গাড়ির চালক। গাড়ি চালকের সংস্পর্শে আসায় আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিধায়ক। তবে কোভিড পজিটিভ নন তিনি।
করোনা আবহে বুধবার একদিনের জন্য বসে বিধানসভার বাদল অধিবেশন। তার আগে বিধানসভায় সমস্ত বিধায়ক, কর্মী, গাড়ির চালক, সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়।
রিপোর্ট এলে জানা যায়, সুজন চক্রবর্তীর ড্রাইভারের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। ট্যুইটে নিজেই একথা জানান বাম বিধায়ক।
জানান, বুধবারের বিধানসভার বাদল অধিবেশন-সহ অন্তত আগামী সাত দিনের কোনও কর্মসূচিতেই অংশ নেবেন না তিনি। পাশাপাশি বলেন, গত মাসে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল, সেই সময়ও রিপোর্ট এসেছিল নেগেটিভ।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/one-in-four-corona-attacks-in-kolkata-sero-survey-report/
প্রসঙ্গত, বুধবার ছিল বিধানসভা অধিবেশনের শেষ দিন। মঙ্গলবার বিধানসভায় কোভিড টেস্টে চার জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। আজ বিধানসভা অধিবেশন বসার আগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ পাওয়া গেল জলঙ্গীর সিপিএম বাম বিধায়ক আব্দুর রেজ্জাকের শরীরে। তিনি ছাড়াও কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে আরও একজনকে।
নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গে এদিন আবদুর রেজ্জাক বিধায়ক আবাসে চলে যান। খবর যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার পর তিনিই আব্দুর রেজ্জাককে পরামর্শ দেন বিধায়ক আবাস ছেড়ে সেফ হোমে চলে যেতে।