পুর্বস্থলীতে শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা সুজাতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার পুর্বস্থলীতে জনসভা করছেন শুভেন্দু অধিকারী। এবার পুর্বস্থলীতে তৃণমূলের পতাকায় প্রথমবার শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা করবেন সুজাতা মন্ডল খাঁ। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সহ একাধিক নেতৃত্ব। কিন্তু ওই দিনের জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সুজাতা।

শনিবার মেদিনীপুরে বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার পুর্বস্থলীতে জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন দল এবং একসময়ের সতীর্থদের কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বলেন বিজেপি না থাকলে তৃণমূল দলটাই থাকতো না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীর আশ্রয় না দিলে তৃণমূল উঠে যেত।

আরও পড়ুনঃ বিজেপির আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূলশুভেন্দু অধিকারী

শুভেন্দুর তৃণমূল ছাড়ার পরেই সোমবার তৃণমূল ভবনে গিয়ে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ। তিনি বলেন, শত রক্ত, ঘাম ঝোড়ানোর পর বিজেপিতে তিনি যোগ্য সম্মান পাননি। তৃণমূলে এসে তিনি অক্সিজেন পেয়ছেন। সেইদিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাবেন বলে জানিয়ে দেন সৌমিত্র। যা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলে। মঙ্গলবার তা নিজ আইনজীবির মাধ্যমে স্ত্রীকে সেই নোটিশ পাঠিয়ে দেন সৌমিত্র।

একদিকে তৃণমূলের একদা জনপ্রিয় নেতাকে হাতিয়ার করে বাংলা দখলের ডাক দিয়েছে বিজেপি। অন্যদিকে সুজাতার মতো লড়াকু নেত্রীকে হাতিয়ার করেই প্রভাব বিস্তার করতে মরিয়া তৃণমূল। তাই বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল, এবার তৃণমূল সুপ্রিমোর অস্ত্র সুজাতা মন্ডল খাঁ। সোমবার তৃণমূলে যোগদানের পরেই রাজ্যের তরফে নিরাপত্তা পেয়েছেন তিনি। সূত্রের খবর, এবারের নির্বাচনে তৃণমূলের টিকিট পাচ্ছেন সুজাতা।

সম্পর্কিত পোস্ট