পানিহাটির দণ্ড মহোৎসব থেকে শিক্ষা,পড়ুয়াদের স্বার্থে রাজ্যে বাড়ল গরমের ছুটি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ানো হল।সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে আগামী ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি চলবে বলে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আজ জানানো হয়েছে।
পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।বেসরকারি স্কুল গুলিকেও গরমের ছুটি বাড়ানোর অনুরোধ জানান হচ্ছে। উল্লেখ্য এর আগে রাজ্যে তীব্র তাপ প্রবাহ জনিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাজ্য সরকার স্কুল গুলিতে ৪৫ দিনের ছুটি ঘোষনা করে।যার মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে গরমের ছুটি আরও ১৫ দিন বাড়ল। এত দিন ছুটি ছিল ১৫ জুন পর্যন্ত। ২৬ জুন পর্যন্ত বাড়ল স্কুলের গরমের ছুটি। ফলে আরও পুরো জুন মাসই ছুটির আওতায় এসে গেল।
আনিস কাণ্ডে নাম জড়িয়েও পদে ছিলেন সৌম্য, ব্যবস্থা নেননি মমতা, সেকথা ভোলেননি সালেম খান