গোন্দলপাড়া জুটমিল খুলল, বন্ধ হল সানবিম জুটমিল- ফের কর্মহীন দেড় হাজার শ্রমিক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আবহে যেখানে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, সেখানেই এল খুশির খবর। ১লা নভেম্বর থেকে চালু হতে চলেছে গোন্দলাপাড়া জুটমিল।
বৃহস্পতিবার সকালে এই সুখবর পেলেন শ্রমিকরা। একাধিক সমস্যার কারণে প্রায় আড়াই বছর আগে বন্ধ হয়ে যায় হুগলির গোন্দলপাড়া জুটমিল। কর্মহীন হয়ে পড়েন প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক।
চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। উপার্জনের আশায় অনেকেই বাংলা ছেড়ে চলে যান ভিনরাজ্যে। এক শ্রমিক আত্মঘাতীও হন।
দীর্ঘদিন ধরে চলছিল টালবাহানা। অবশেষে রাজ্য সরকারের হস্তক্ষেপে মিলল সমাধান। যদিও হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি রাজ্য সরকার নয়, বরং তাঁর উদ্যোগে এই কারখানা খোলা বা বলা ভাল শ্রমিকদের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে।
অন্যদিকে গোন্দলপাড়া জুটমিল খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল, উত্তর ২৪ পরগনার টিটাগড় ব্রহ্মস্থানের সানবিম জুটমিল।
ফলে এই জুট মিলের দেড় হাজার শ্রমিক কাজ হারালেন। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কয়েকদিন ধরে তাঁরা আন্দোলন করছিলেন। আজ সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন মিল গেট বন্ধ। এরপরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টিটাগড়ে বিটি রোড বেশ কিছু সময় অবরোধ করে রাখেন। জুটমিল কর্তৃপক্ষের এই নিয়ে এখনো কোনও প্রতিক্রিয়া মেলেনি।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/heavy-rains-in-telangana-andhra-pradesh-at-least-30-dead/
করোনাকালীন লকডাউনের ধাক্কায় বেসামাল অর্থনীতি। তীব্র আর্থিক মন্দায় গত কয়েকমাসে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। বেহাল অবস্থা অসংগঠিত ক্ষেত্রেরও। পথে বসেছেন পরিযায়ী শ্রমিকেরা। বন্ধ হয়েছে ছোট-বড় একাধিক শিল্প প্রতিষ্ঠানের ঝাঁপ। সেখানে নতুন করে চরম দুর্দশায় পড়লেন দেড়হাজার শ্রমিকের পরিবার।