সুন্দরবনে বিধবাদের পাশে “সুন্দরবন ফাউন্ডেশন”

রাহুল গুপ্ত

আর পাঁচটা জায়গার মতো নয় ওই অঞ্চলটা।  ওই অঞ্চলে রয়েছে পায়ে পায়ে বিপদ।  জলে কুমির তো ডাঙায় বাঘ।  আশা করি আমাদের বুঝতে অসুবিধা নেই যে রাজ্যের কোন অঞ্চলের কথা আপনাদের কে বলছি।

সুন্দরবন – যেখানে প্রতি সময়ে বিপদ যেনো ওই অঞ্চলের বাসিন্দাদের ছায়া সঙ্গী।  এবার করোনার প্রভাব পড়েছে সেই সুন্দরবনেও ।  সঙ্গে রয়েছে বিগত দিনে আয়লার প্রভাবও।

দেশ – রাজ্য জুড়ে লক ডাউন চলছে।  দিন আনা – দিন খাওয়া মানুষ গুলো ঘরবন্দি।  এই পরিস্থিতিতে অঞ্চলের একেবারে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রসেনজিৎ মন্ডল।  বিগত কয়েক বছর ধরে প্রসেনজিতের সংস্থা ” সুন্দরবন ফাউন্ডেশন ” মানুষের  পাশে থেকে কাজ করে চলেছে অনবরত।  এইবারও কঠিন সময়ে জাগ্রত ” সুন্দরবন ফাউন্ডেশন ” .

আরও পড়ুনঃ#CoronaVirus: লকডাউনের জেরে মুখভার পর্যটন শিল্পের

মঙ্গলবার ( ৬ই এপ্রিল ) ” সুন্দরবন ফাউন্ডেশন “এর উদ্যোগে সুন্দরবন এলাকায় প্রদান করা হলো প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী।  এদিন অঞ্চলের প্রায় ১০০ জন বিধবা মহিলার হাতে তুলে দেওয়া হয় চাল , ডাল , আলু ,, সোয়াবিন।

এছাড়াও পরিষ্কার পরিছন্নতার জন্য দেওয়া হয় প্রত্যেককে সাবান। যে সমস্ত পরিবারের পুরুষরা কর্ম সুত্রে জঙ্গলে গিয়ে বিগত দিনে বাঁধের  আক্রমণের স্বীকার  তাদের পরিবারের হাতেই তুলে দেওয়া হলো প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী।

” সুন্দরবন ফাউন্ডেশন “এর অভিবাবক প্রসেনজিৎ মন্ডল জানান ”  আমরা ১০০ টি পরিবারের হাতে তুলে দিয়েছি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।  চেষ্টা করছি খুব দ্রুত আরও ৩০০ দরিদ্র পরিবারের হাতে যাতে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দেওয়া যায়।  ”  তিনি বলেন ”  আমি মনে করি এঁরা সবাই আমার – আপনার মতো পরিস্থিতির স্বীকার , তাই আসুন সবাই এক হয়ে লড়াই করি করোনার বিরুদ্ধে “.

” সুন্দরবন ফাউন্ডেশন “এর এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।  সুস্থ থাকুন – ভালো থাকুন।

সম্পর্কিত পোস্ট