রবিবার নিজের কেন্দ্র বারানসীতে ৩০ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশের নেতাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ এই মূর্তি। ২০০ শিল্পী গত একবছর দিনরাত কাজ করে এই মূর্তি নির্মাণ করেছেন।
দ্য কোয়ারি ওয়েব ডেস্ক : আগামী রবিবার নিজের কেন্দ্র বারানসীতে একটি ৪৩০ শয্যার সুপার স্পেশালিটি হসপিটাল সহ ৩০ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ওইদিন ভিডিও সংযোগের মাধ্যমে তিনি আইআরসিটিসি-র ‘মহাকাল এক্সপ্রেস’-এর উদ্বোধন করবেন।দেশে প্রথম বেসরকারি এই ট্রেনটি দিনরাত পরিসেবা দেবে। তিনটি শৈব তীর্থক্ষেত্রের মধ্যে চলাচল করবে মহাকাল এক্সপ্রেস।
আরও পড়ুনঃ পুলওয়ামা শহিদদের স্মরণে রাজনীতি নয়, দাবি উঠুক তদন্ত রিপোর্ট প্রকাশেরও
উত্তরপ্রদেশের বারানসী এবং মধ্যপ্রদেশের উজ্জইন এবং ওমকারেশ্বরের মধ্যে সংযোগ স্থাপন করবে এই ট্রেন। এছাড়াও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টার। সেই সঙ্গে দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট উচ্চতার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশের নেতাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ এই মূর্তি। ২০০ শিল্পী গত একবছর দিনরাত কাজ করে এই মূর্তি নির্মাণ করেছেন।
অন্যদিকে, দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারকে ওড়িশার ৩০ জন শিল্পী গত একবছর ধরে সাজিয়ে তুলেছেন।
পরে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৩০টি প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে বেনারস হিন্দু ইউনিভারসিটিতে ৪৩০ শয্যার সুপার স্পেশালিটি হসপিটাল, ৭০ শয্যার মানসিক রোগের হাসপাতাল।
এছাড়াও ‘কাশী এক রূপ অনেক’ অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের হস্তশিল্পের প্রদর্শনী থাকবে। পাশাপাশি ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে শিল্পী এবং ক্রেতারা আসবেন। তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
নিজের লোকসভা কেন্দ্র সফরে তিনি শ্রীজগদগুরু বিশ্বরাধ্যা গুরুকুলের জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ১৯টি ভাষায় ও মোবাইল অ্যাপ্লিকেশনে শ্রীসিদ্ধান্ত শিক্ষামনি গ্রন্থ প্রকাশ করবেন।
সূত্রের খবর, ওইদিন বেনারস হিন্দু ইউনিভারসিটিতে একটি বেদিক কেন্দ্রেরও উদ্বোধন করবেন মোদি। পাশাপাশি, চৌকাঘাট-লেহারতারা ওভারব্রিজের উদ্বোধন করবেন এবং সেখানে একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি