আমফানের ২২ দিন পর মিলল বিদ্যুৎ, আর্থিং তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ১

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আমফান ঝড়ের ২২ দিন পরে গ্রামের মধ্যে বিদ্যুৎ ঢুকেছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি এমনটি অভিযোগ গ্রামবাসীদের। বিদ্যুতের খুঁটিতে আর্থিং তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছেন ওই স্বামীও।

আজ সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপুর এলাকায়। মৃতার নাম নীলা রায়(৬২)। স্বামীর নাম দুলাল রায়।

দেগঙ্গা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মুম্বাইয়ের পর হাওড়াতেও ট্রেন চালানোর প্রস্তুতি !

স্থানীয় সূত্রের খবর, আজ সকালে মানিক পুরের বাসিন্দা দুলাল রায় নিত্য দিনের মতো তাঁর বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির পাশে টগর ফুল গাছে ফুল তুলতে যান। সেই সময়ের টগর ফুল গাছের ডাল বিদ্যুতের খুঁটিতে লেগেছিল। তিনি ফুল গাছে হাত দিয়ে ফুল তুলতে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হন।

তাঁর চিৎকার শুনে স্ত্রী নীলা রায় ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। দুলাল বাবু বেঁচে গেলেও বিদ্যুতের তারে আটকে পড়েন মিস্ত্রি নীলা রায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ বিদ্যুতের কর্মীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয় নিয়ে দেগঙ্গা থানায় লিখিত আকারে জানানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত পোস্ট