করোনা আবহে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি নয় সুপ্রিমকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মহামারী মধ্যে এ বছরে আর ছটপুজোর জন্য ব্যবহার করা যাবে না কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। এই দুই জলাশয়কে নিষিদ্ধ ঘোষণা করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পূজার ওপর গ্রিন ট্র্যাইব্যুনালের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কেএমডিএ-র করা মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

সেই শুনানিতে কেএমডিএ-র আবেদন খারিজ করে দেন বিচারপতি ইউ ললিত। সঙ্গে জানান আগামী ২৩ নভেম্বর বিচারপতি ফালি নরিম্যানের বেঞ্চে মামলাটির শুনানি হবে।

রবীন্দ্র সরোবরে ছট পূজার আয়োজনের ওপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। গত ১০ নভেম্বর সুভাষ সরোবরেও ছট পূজায় নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট।

এক্ষেত্রে গ্রিন ট্র্যাইব্যুনালের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে নির্দেশ দেয় রাজ্যের শীর্ষ আদালত।

এর পর একই দাবি নিয়ে কেএমডিএ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সুবিধা হয়নি। এদিনের নির্দেশের পর কেএমডিএ-র কোনও আধিকারিক সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। তবে আদালতের নির্দেশ কার্যকর করতে আয়োজন চলছে বলে জানিয়েছেন তাঁরা।

এক আধিকারিক জানিয়েছেন, ‘গত বছরের মতো এবারও রবীন্দ্র সরোবরে ছট পূজা নিষিদ্ধ করেছে আদালত। আমরা সাধারণ মানুষকে অন্য জলাশয়ে ছট পূজা করার অনুরোধ করে প্রচার চালাব।’

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mihir-goswami-expressed-angry-that-the-chief-minister-herself-did-not-communicate/

উল্লেখ্য, আদালতের নির্দেশ সত্বেও গত ২ বছর রবীন্দ্র সরোবরে ছট পূজা বন্ধ করতে পারেনি প্রশাসন।

এদিকে, রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে যাওয়ায় ঘাটে গিয়ে ছটপুজোর উদযাপন নিষিদ্ধ করেছে দিল্লির সরকার। মূলত মহামারী গতি রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

এই ঘোষণা করেছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন। যদিও কলকাতায় সেই পথে হাঁটছে না প্রশাসন। এদিকে যেদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ছট পূজার ৩ দিন পরে।

সম্পর্কিত পোস্ট