আদালত আবমাননার দায়ে ১ টাকা জরিমানা হল সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভুষণের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  আদালত আবমাননার কারণে মাত্র ১ টাকা জরিমানা হল সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভুষণের। ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

তিন মাসের মধ্যে জরিমানা দিতে না পারলে ৩ মাসের জেল এবং ৩ বছর ওকালতি বন্ধ করে দেওয়া হবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।

এটর্নি জেনারেল কেকে ভেনুগোপালের তরফে যে ‘সুস্থ পরামর্শ’ দেওয়া হয়েছে, তাকে উল্লেখ করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, “বাক স্বাধীনতা কখনোই কেড়ে নেওয়া সম্ভব নয়”। তবে আদালতের কোন সিদ্ধান্তে তিনি হাঁটবেন সে বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত নেবেন তিনি।

টুইটারে প্রধান বিচারপতি এসএ বোবদে এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেন আইনজীবী প্রশান্ত ভুষণ। প্রশান্ত ভুষণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

এদিন রায় ঘোষণার সময় আদালতের তরফে বলা হয়, আমরা অনেকবার প্রশান্ত ভুষণকে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করেছি। কিন্তু তা তিনি করেননি। বরং মিডিয়াকে তার বক্তব্যের বিস্তারিত বিবরণ দিয়েছেন।

আদালতের তরফে ক্ষমা চাওয়ার কথা বলা হলে তিনি বলেন, সাংবিধান রক্ষা করতে তিনি সঠিক পথ অবলম্বন করেছেন। নিজের বক্তব্য প্রত্যাহার করলে নিজের বিবেকের অবমাননা করা হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান আইনজীবী।

প্রশান্ত ভুষণের আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, আদালতের কাঁধ যথেষ্ট চওড়া এবং সবরকম আলোচনার নেওয়ার ক্ষমতা রয়েছে।কোনও ব্যক্তি সারাজীবন চুপ থাকতে পারেন না। দাবী প্রশান্তের আইনজীবীর।

কয়েকদিন আগে প্রশান্ত ভুষণ প্রধান বিচারপতি এসএ বোবদের বাইকে বসা ছবি টুইট করে লেখেন প্রধান বিচারপতি মাস্ক এবং হেলমেট ছাড়াই বাইকে চড়ছেন। আর লকডাউনের কারণে আদালত বন্ধ রয়েছে এবং মানুষ বিচার পাচ্ছে না।

অন্য এক টুইটে বর্ষীয়ান আইনজীবী লেখেন, গত ছয় বছরে যে সমস্ত প্রধান বিচারপতি এসেছেন, তারা যে সমস্ত কার্যকলাপ করেছেন তা ভবিষ্যৎ মনে রাখবে।

বাক স্বাধীনতার উল্লেখ করে আদালতের তরফে বলা হয়, আপনি একশোটা ভালো কাজ করতে পারেন, কিন্তু পরিবর্তে কখনোই ১০ টা ক্রাইম করতে পারেন না৷

এর আগেও একাধিক মামলা নিয়ে সুপ্রিম কোর্টে লড়েছেন প্রশান্ত ভুষণ। সেখানেও বিচারপতিদের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট