রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল কেএমডিএ। রবীন্দ্র সরোবরে ছটপুজোর জন্য গ্রীন ট্রাইবুনাল কোর্টে মামলা রুজু করে কেএমডিএ। কিন্তু সেখানে অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেএমডিএ। শেষ অবধি গ্রীন ট্রাইবুনালের আবেদনেই সায় দিল সুপ্রিম কোর্ট।
গতবারেই রবীন্দ্র সরোবরে ছট পুজোতে নিষেধাজ্ঞা জারি করেছিল গ্রীন টাইব্যুনাল আদালত। কিন্তু পরে বিবাদ সৃষ্টি হয়। এবছর আগে থেকেই সরোবরে পুজোর আবেদন জানিয়ে গ্রীন ট্রাইব্যুনাল আদালতের দ্বারস্থ হয় কেএমডিএ। কিন্তু তাতেও লাভ হয়নি।
আরও পড়ুনঃ মালদহ বিস্ফোরণে মৃত বেড়ে পাঁচ, ঘটনাস্থলে যাচ্ছেন ফিরহাদ হাকিম
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের সমস্ত রায় রাজ্য মেনে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দয়াপাধ্যায় জানিয়েছেন, কোনও জায়গায় যাতে না কেউ ভিড় করেন। সেই সঙ্গে কোভিডের সমস্ত প্রোটোকল মানার নির্দেশ দিয়েছেন তিনি।
যদিও ধর্মীয় ভাবাবেগের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, শর্তসাপেক্ষে ছটপুজায় অনুমতির আদায়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু তাতেও কোনও লাভ হল না।
এদিন মামলা চলাকালীন আদালতের তরফে রাজ্যকে জিজ্ঞাসা করা হয়, কলকাতায় ৩৮০ টি ঘাট রয়েছে। এছাড়াও জেলাগুলিতে ছটপুজোর জন্য প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিন্তু রাজ্য সরকারের তরফে প্রত্যাশিত উত্তর না মেলায় ছটপুজোর অনুমতি দিতে রাজি হয়নি আদালত।