দাঙ্গা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের অপেশাদারিত্ব নিয়ে কটাক্ষ সুপ্রিম কোর্টের

দিল্লি দাঙ্গায় পুলিশকে এফআইআর করার নির্দেশ দেওয়ার দাবিতে মঙ্গলবার ওই বেঞ্চে আবেদন করা হয়।

 দ্য কোয়ারি ডেস্ক : রাজধানী দিল্লির উত্তরপূর্বে দাঙ্গা নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ভূমিকাকে মৌখিক মন্তব্যে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট।

পুলিশকে কটাক্ষ সুপ্রিম কোর্টের 

বুধবার বিচারপতি কেএম যোশেফ বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে আমি কিছু বিষয় বলতে চাই।যদি আমি কাজ না করি, তবে আমাকে অবশ্যই আমার কাজ থেকে সরে যেতে হবে। আমি আমার দফতরের প্রতি, দেশের প্রতি অনুগত …’। 

এদিন বিচারপতি কেএম যোশেফ ও বিচারপতি সঞ্জয় কিষান কাউলের বেঞ্চে শাহিনবাগ অবস্থান  বিক্ষোভ নিয়ে একটি মামলার শুনানি ছিল।

দিল্লি দাঙ্গায় পুলিশকে এফআইআর করার নির্দেশ দেওয়ার দাবিতে মঙ্গলবার ওই বেঞ্চে আবেদন করা হয়। 

যদিও ওই নয়া আবেদন নিয়ে সুপ্রিম  কোর্ট জানায়, একই রকম একটি মামলার শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। 

তবে এদিন বিচারপতিরা দিল্লির অশান্ত পরিস্থিতি নিয়ে মৌখিক ভাবে তাঁদের মতামত প্রকাশ করেন। 

পুলিশকে কটাক্ষ সুপ্রিম কোর্টের, কি বললেন সলিসিটর জেনারেল

তাঁরা বলেন, দাঙ্গা ‘দুর্ভাগ্যজনক’।সূত্রের খবর, বিচারপতিদের এই মন্তব্যে আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। 

আরও পড়ুন : অবিলম্বে ইস্তফা দিন অমিত শাহ,সাংবাদিক সম্মেলনে দাবি সনিয়া গান্ধির

তিনি বলেন, এতে হিংসা বৈধতা পেয়ে যাবে।এই পরিস্থিতিতে এমন মন্তব্য আপনি করতে পারেন না।এর ফলে উদ্যম হারাবে পুলিশ।

যদিও বিচারপতিরা তাঁর সঙ্গে সহমত পোষণ করেননি। তাঁরা তাঁদের মতামত প্রকাশ করেই গিয়েছেন।

বিচারপতি যোশেফ বলেন, পুলিশের মধ্যে স্বাধীনতার অভাব এবং পেশাদারিত্বের অভাব রয়েছে।

যদি এটা আগে থেকে থাকত, তবে পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে উঠত না।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে স্বাধীন ভাবে কাজ করে পুলিশ এবং দ্রুত সমস্যার সমাধান করে। 

বিচারপতি যোশেফ আরও বলেন, যুক্তরাজ্যকে দেখুন।যদি কেউ উস্কানিমূলক মন্তব্য করে, তবে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় পুলিশ।

তারা নির্দেশের অপেক্ষা করে না।সিদ্ধান্তের জন্য এদিক ওদিক তাকায় না।

পাশাপাশি বিচারপতি কাউল বলেন, দিল্লির বাসিন্দাদের এখন উত্তেজনা কমিয়ে আনার সময় বলেই আমার মনে হয়।যা হচ্ছে সেটা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : রাজধানীতে বাড়ছে মৃত্যু মিছিল,জারি করা হোক কার্ফু, শাহকে চিঠি কেজরিওয়ালের

এদিন আদালত শাহিনবাগ মামলার শুনানি ২৩ মার্চ পর্যন্ত মুলতুবি করে।অন্যদিকে, এদিন দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে আরও বেশি সমালোচনা করে দিল্লি হাইকোর্ট। 

বিচারপতি এস মুরলিধর দিল্লির পুলিশ কমিশনারকে কটাক্ষ করেন। 

কারণ, পুলিশ কমিশনার বলেছিলেন তিনি ভারতীয় জনতা পার্টি উস্কানিমূলক ভিডিও দেখেননি। 

এদিন আদালত কক্ষে ওই ভিডিও চালানো হয়। 

উল্লেখ্য, অগ্নিগর্ভ দিল্লিতে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সম্পর্কিত পোস্ট