রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল মুম্বইয়ের বিশেষ আদালত। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স বিভাগ।

শুক্রবার তাঁর জামিনের আবেদন খারিজ করল মুম্বই আদালত। পাশাপাশি রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং আট অভিযুক্তের জামিন খারিজ করে আদালত।

আগামী ২২ শে সেপ্টেম্বর অবধি তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট। সূত্রের খবর, জামিনের আবেদন জানিয়ে বম্বে হাইকোর্টে উপস্থিত হবেন রিয়ার আইনজীবী।

জামিনের আবেদন জানিয়ে রিয়া আদালতের কাছে জানায় সে কোনওরকম দোষ করেনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

পাল্টা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে, মুক্তি পেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন রিয়া। পাশাপাশি টাকার বিনিময়ে সাক্ষীদের বয়ান বদলে দেওয়ার চেষ্টা করবেন।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/corona-lockdown_-lost-1-69-crore-jobs-in-the-organized-sector-from-july-to-august/

এনসিবির তরফে জানানো হয়েছে, ড্রাগস পাচারের জন্য নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করতেন রিয়া। নার্কোটিক্স ব্যুরোর তরফে আরও বলা হয়, ওই ড্রাগস রিয়া নিজে ব্যবহার করতেন না।

তাই রিয়ার বিরুদ্ধে ন্যশনাল ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস এক্টের ২৭ এ ধারা প্রয়োগ করা হয়।

উল্লেখ্য, টানা তিন দিন জেরার পর গত সোমবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১৪ দিনের হেফাজতে রাখা হয়েছে তাঁকে।

সম্পর্কিত পোস্ট