খুন নয়, আত্মহত্যা করেছিলেন সুশান্ত- ভিসেরা রিপোর্টে জানাল এইমস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খুন হয়নি। আত্মহত্যা করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। জানিয়ে দিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ফরেনসিক বিভাগের প্রধান ড সুধীর গুপ্ত।

১৪ জুন নিজের বাড়িতেই মেলে সুশান্তের মৃতদেহ। সুশান্তের দেহের ময়নাতদন্ত করে মুম্বইয়ের কুপার হাসপাতাল। পরে সুশান্তের রহস্য মৃত্যুর তদন্তভার বর্তায় সিবিআইয়ের ওপর। তখন সুশান্তের ভিসেরা রিপোর্টের দায়িত্ব পায় এইমস এর ফরেনসিক বিভাগ৷

ফরেনসিক বিভাগের তরফে বলা হয়, সুশান্তের দেহের ২০ শতাংশ ভিসেরা নমুনা পেয়েছে এইমসের ফরেনসিক বিভাগ। সেপ্টেম্বর মাসে ভিসেরা রিপোর্ট এইমসের তরফে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই স্পষ্ট বলা হয় খুন নয়, আত্মহত্যা করেছেন সুশান্ত।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/fraud-of-80-lakhs-rupeesin-the-name-of-installing-mobile-towers-sealed-by-two-companies-from-rajarhat/

সূত্রের খবর, ফরেনসিক বিভাগের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যা হিসাবেই তদন্ত করছে সিবিআই। ম্যানেজার সিদ্ধার্থ পিঠানী এবং রাঁধুনী নিরজ সিংকে সাক্ষী করেই তদন্তের গতি বাড়াতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোনও সূত্র মিললে ৩০২ ধারা যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে৷

১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে মেলে সুশান্তের দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। যদিও সেকথা মানয়ে রাজি হয়নি সুশান্তের পরিবার।

পরে পাটনাতেই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। ঘটনায় ২০ জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷

বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, মোবাইল ফোন সহ একাধিক জিনিসপত্র। সবকিছু খতিয়ে দেখে সুশান্তকে খুন করা হয়েছে, এর প্রমাণ মেলেনি।

সম্পর্কিত পোস্ট