সুশান্ত মৃত্যুকান্ডে গ্রেফতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মারান্ডি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকান্ডে গ্রেফতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মারান্ডি। বেআইনিভাবে মাদক বিক্রির অভিযোগে তাঁদের গ্রেফতার করে নার্কোটিক্স ব্যুরো। সারাদিন জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়। সুশান্তকান্ডে এই প্রথম গ্রেফতার।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গত কয়েকমাস ধরে সুশান্তের চিকিৎসায় নিয়োজিত দুই চিকিৎসক জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে ব্যাপকভাবে বাইপোলার ডিসওর্ডারে ভুগছিলেন সুশান্ত। সঙ্গে ছিল অসম্ভব দুশ্চিন্তা, অনিদ্রা সহ একাধিক মানসিক অসুখ।

দুই চিকিৎসকের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরে ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। যা তার শারিরীক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল৷

ডাক্তারদের বয়ান অনুযায়ী উঠে আসে, নিজের জীবনের প্রতিটা মুহুর্ত ভীষণ দামী বলে মনে করতেন সুশান্ত। সুশান্ত কখনোই চায়নি এই ঘটনার জন্য তার পরিবারকে ভুগতে হোক।

ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীর বিরুদ্ধেও উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ডাক্তারদের তরফে জানানো হয়, সুশান্তের শারিরীক এবং মানসিক পরিস্থিতির নিয়মিত খোঁজ ডাক্তারদের থেকেই নিতেন রিয়া।

যদিও সুশান্তের স্বাস্থ্য এবং মানসিক সমস্যা নিয়ে তাঁর পরিবার অবগত ছিল না বলে জানা গিয়েছে। এমনকি সুশান্তের চিকিৎসার কথাও জানা ছিল না তার পরিবারের।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/with-the-permission-of-the-state-the-opening-time-of-the-bank-increased/

যদিও কয়েকদিন আগে সুশান্তের দিদি, নীতু সিং পুলিশকে দেওয়া বয়ানে জানায়, নিজের শারিরীক অবস্থার কথা কিছুদিন আগে জানায় সুশান্ত। ২০১৩ সাল থেকে থেরাপিস্টের কাছে তিনু দেখাচ্ছিলেন বলে জানা যায়।

একজন চিকিৎসকের বয়ানে জানা যায়, সুশান্তের বাড়ি থেকে ৮ জুন রিয়া চক্রবর্তী চলে যান। এরপর তার বাড়িতে সুশান্তের দিদি নীতু সিংয়ের আসার কথা ছিল৷

সিবিআই সূত্রের খবর, এদিন রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে সুশান্ত এবং রিয়ার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রের খবর, মাদক কান্ডে জড়িত থাকার কারণে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে ডেকে পাঠাতে পারে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সম্পর্কিত পোস্ট