সুশান্ত মৃত্যু রহস্যঃ ১৪ দিনের জেল হেফাজতে রিয়া চক্রবর্তী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা তিন দিন জেরার পর গ্রেফতার হলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। বুধবার থেকে ১৪ দিনের জেল হেফাজতে থাকবেন রিয়া।
যদিও পুলিশি হেফাজত আটকাতে করোনার আশঙ্কা তুলে ধরার চেষ্টা করছেন রিয়ার আইনজীবী। এমনটাই সূত্রের খবর। তাই রিয়ার মেডিক্যাল টেস্ট করানো হয়। জানা গিয়েছে তিন অভিযুক্তদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে।
সূত্রের খবর, রিয়ার বিরুদ্ধে একাধিক প্রমাণ জোগাড় করেছে নার্কোটিক্স বিভাগ। সেই সমস্ত সুত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে৷ যার ফলে সন্দেহ বাড়তে শুরু করে পুলিশের। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে সুশান্তের মৃত্যু রহস্য তদন্ত করতে গিয়ে একাধিক অভিযোগ খূঁজে পায় নার্কোটিক্স বিভাগ। রিয়ার ভাই সৌভিক এবং পরিচারক দীপেশ জানায় রিয়ার মাদকচক্রের সঙ্গে যোগ থাকার কথা। তদন্ত শুরু হওয়ার পর থেকে একের পর এক অভিযোগ উঠে আসতে শুরু করে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/social-media-fake-post-about-coronavirus-arrest-2-bjp-leader-from-barasat-north-24-pgs/
এমনিতেও সুশান্তের মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করেছে সুশান্তের পরিবার। আজ এনসিবির সামনে রিয়া জানান, নিয়মিত মাদক সেবন করতেন তিনিও। রিয়াকে গ্রেফতারের পর করোনা টেস্টের পাশাপাশি মাদক টেস্টও করা হবে।
তবে সুশান্তের মৃত্যুর পিছনে রিয়া দায়ী কিনা তা এখনই বলা সম্ভব নয়। ১৪ দিনের জেল হেফাজতে রিয়া চক্রবর্তী
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এনডিপিএস আইনের ২৭এ, ২১, ২২, ২৯, ২৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।