জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে আজ তৃণমূলে যোগ দিলেন তিনি।

জাতীয় কংগ্রেসের অন্যতম নেত্রীর বিশেষ পরিচয় তিনি অসমের বরাক উপত্যকার কিংবদন্তির কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা। ইন্দিরা গান্ধীর পরিবার ঘনিষ্ঠ শিলচরের দেব পরিবার। ফলে প্রয়াত সন্তোষ মোহনের কন্যা সুস্মিতার কংগ্রেস ত্যাগ আলোড়ন ফেলেছে।

অসমের কাছাড় জেলার সদর শহর থেকে বরাবর দেব পরিবার কংগ্রেসের খুঁটি হয়েছে। সন্তোষ মোহন দেব ছিলেন কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী। তাঁর কন্যা সুস্মিতা দেব দু বারের সাংসদ। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় মহিলা নেত্রী ও তরুণ প্রজন্ম।

রবিবার সুস্মিতা দেব জানান জীবনের নতুন পর্ব শুরু হচ্ছে। সোমবার তাঁর পদত্যাগ পত্র ও দলত্যাগের সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়েছেন সুস্মিতা। এর পরে টুইটে তিনি কংগ্রেসের সঙ্গ ছাড়ার কথা লেখেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সুস্মিতা দেবকে সামনে রেখে বিজেপি শাসিত অসমে সংগঠনকে তৈরি করবে বাংলার শাসক দল৷ আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করেছে তৃণমূল৷ ইতিমধ্যে অসমের পড়শি রাজ্য ত্রিপুরাতে ডাল-পালার মত সংগঠনকে বাড়াতে শুরু করেছে তারা৷ এবার তৃণমূলের লক্ষ্য অসম৷

সম্পর্কিত পোস্ট