রাহুল ভুলে মমতার দিকেই ঢলছেন সুস্মিতা দেব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়ে দল ছেড়েছেন সুস্মিতা দেব। এরপরেই জানা যাচ্ছে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন তিনি। এমনটাই খবর সূত্র মারফত।

জানা গিয়েছে আজ এই কলকাতায় আসতে পারেন তিনি। দেখা করতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।

রাহুল ঘনিষ্ঠ প্রাক্তন সংসদ সুস্মিতা দেব ইস্তফা দেওয়ার পরেই দলের ভেতরে তুমুল রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। গত সপ্তাহে দলের সমস্ত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বিক্ষোভ প্রদর্শনেও দেখা গিয়েছে তাঁকে।

দিল্লিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন রাহুল। তখনও পাশে পেয়েছিলেন সুস্মিতাকে।

সুস্মিতা দেব কংগ্রেস ছাড়লেন, অসম থেকে দিল্লি শোরগোল

এদিন সকালে সুস্মিতা দেবের টুইটার প্রোফাইলে দেখা যায় নিজেকে কংগ্রেসের প্রাক্তন সদস্য বলে পরিচয় দিয়েছেন তিনি। তিন দশক ধরে কংগ্রেসের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ত্যাগ করেছেন। যদিও কোনো কারণ তিনি স্পষ্ট করেনি। ইস্তফাপত্র জানিয়েছেন তিনি জনসভার কাজে যুক্ত থাকবেন।

রাজনৈতিক মহলের অভিমত, সুস্মিতা দেব যদি তৃণমূলে যোগ দেন নিঃসন্দেহে পাল্লা ভারি হবে এ রাজ্যের শাসকদলের। একই সঙ্গে ২০২৪ এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে অবিজেপি জোটের ডাক দিয়েছে তৃণমূল, তাতে যশবন্ত সিনহার পর সুস্মিতা দেবের আগমন রাজনৈতিক দিক থেকে লাভজনক হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্ব ভারতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পাকা করতে যশবন্ত সিনহাকে দলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি সুস্মিতা দেব দলে যোগ দেন, তবে তাকে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল। যদিও সবটাই জল্পনা।

সম্পর্কিত পোস্ট