সুস্মিতা দেব কংগ্রেস ছাড়লেন, অসম থেকে দিল্লি শোরগোল
TMC নাকি BJP? কোথায় যাবেন সুস্মিতা?
দ্য কোয়ারি ডেস্ক: আচমকা দলত্যাগ। অসম প্রদেশ কংগ্রেসের তো বটেই, দেশের অন্যতম তাবড় নেত্রী তথা মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা দেবের পদত্যাগ পত্র ও দলত্যাগের ঘোষণায় শিলচর থেকে দিল্লি সরগরম।
জাতীয় কংগ্রেসের অন্যতম নেত্রীর বিশেষ পরিচয় তিনি অসমের বরাক উপত্যকার কিংবদন্তির কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা। ইন্দিরা গান্ধীর পরিবার ঘনিষ্ঠ শিলচরের দেব পরিবার। ফলে প্রয়াত সন্তোষ মোহনের কন্যা সুস্মিতার কংগ্রেস ত্যাগ আলোড়ন ফেলেছে।
অসমের কাছাড় জেলার সদর শহর থেকে বরাবর দেব পরিবার কংগ্রেসের খুঁটি হয়েছে। সন্তোষ মোহন দেব ছিলেন কেন্দ্রীয় ভারি শিল্পমন্ত্রী। তাঁর কন্যা সুস্মিতা দেব দু বারের সাংসদ। তিনি জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় মহিলা নেত্রী ও তরুণ প্রজন্ম।
রবিবার সুস্মিতা দেব জানান জীবনের নতুন পর্ব শুরু হচ্ছে। সোমবার তাঁর পদত্যাগ পত্র ও দলত্যাগের সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়েছেন সুস্মিতা। এর পরে টুইটে তিনি কংগ্রেসের সঙ্গ ছাড়ার কথা লেখেন।
সুস্মিতা দেবের কংগ্রেস ত্যাগের পরেই দলটির কেন্দ্রীয় নেতা কপিল সিব্বাল তাঁর ক্ষোভ উগরে দিলেন। তিনি টুইটে লিখেছেন, এভাবে একের পর এক তরুণ কংগ্রেস প্রজন্ম দল ছাড়ছে, দলের বৃদ্ধ নেতারা চোখে ঠুলি পরে আছে।
সূত্রের খবর, সুস্মিতা দেব সম্ভবত তৃণমূল কংগ্রেসে যেতে পারেন। তবে অসম প্রদেশ বিজেপি সুস্মিতার মত বড় নেত্রীকে মোদী শিবিরে আনতে চেষ্টা শুরু করেছে। সুস্মিতা দেব জানিয়েছেন, নতুন করে জনসেবার কাজ শুরু করব।