রাজধানীতে হামলার ছক! ধৃত আইএসআইএস জঙ্গি

দ্য কোয়ারি ডেস্ক: খোদ রাজধানীতে দিল্লিতে হামলার ছক। নিরাপত্তারক্ষীদের নজরদারীতে রক্ষা।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে এক আইএসআইএস জঙ্গি। ধৃতের নাম ইউসুফ খান।

হাই এলার্ট জারি উত্তরপ্রদেশেও। প্রত্যেকটি চেকপোস্টে চলছে নাকা চেকিং।

সূত্রের খবর, দিল্লির করোল বাগ এবং ধোলা কুয়ানের মাঝামাঝি এলাকায় রয়েছে আইএসআইএস জঙ্গি। গোপন সূত্রে খবর পায় পুলিশ।

শনিবার বুদ্ধ জয়ন্তি পার্কের কাছে তল্লাশি চালায় স্পেশাল সেল। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ধরে চলে গোলাগুলি। অবশেষে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতের কাছ থেকে একটি আইইডি সেল পাওয়া গিয়েছে। ঘটনার পর গোটা দেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লির পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ সিং খুশওয়াহা জানিয়েছেন, ধৃতের কাছ থেকে আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ১১ টা নাগাদ ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শহরের একাধিক জায়গায় হামলার ছক কষেছিল ইউসুফ। দেশের আর কোথায় কিভাবে আইএসআইএস হামলার ছক কষছে তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

এএনআই সূত্রের খবর, ধৃত ইউসুফের সঙ্গে আফগানিস্তানের আইএসকেপি কমান্ডারদের যোগ রয়েছে। ইউসুফ কাশ্মীরের জঙ্গি গোষ্ঠির সঙ্গে যোগাযোগ রাখত বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের বলরামপুরে থাকত ইউসুফ। এমনটাই সূত্রের খবর।

জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেটের বাইকে চড়ে ঘুরত ইউসুফ। ঘটনাটি জানার পর দিল্লি, গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখন্ডের একাধিক জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত ইউসুফকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে। গোটা ঘটনার তদন্তের জন্য বলরামপুরে রওনা দেবে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি টিম।

ইতিমধ্যে বুদ্ধ জয়ন্তি পার্কের একাধিক জায়গায় এনসিজি এবং বম্ব স্কোয়াডের টিম পাঠানো হয়েছে৷ তদন্তের জন্য স্নাইফার ডগ ব্যবহার করা হচ্ছে।

কিছুদিন আগে আইএসআইএসের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ব্যাঙ্গালুরুর থেকে বছর ২৮ এর একজন ডাক্তার আবদুর রহমানকে গ্রেফতার করে এনআইএ।

তাকে গ্রেফতার করে ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। আবদুরের সঙ্গে অন্যান্যদের যোগাযোগ খুঁজে পায় তদন্তকারী বিভাগ। শনিবার দিল্লির ঘটনায় নতুন করে সেই জল্পনা বাড়িয়েছে।

সম্পর্কিত পোস্ট