শুভেন্দু অধিকারী সহ বিধানসভায় ৭ BJP বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সহ বিধানসভায় সাত বিজেপি বিধায়কের ওপরে থাকা সাসপেনশন আজ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিজেপির জমা দেওয়া সংশোধিত প্রস্তাব মঞ্জুর করে সরকারপক্ষের সম্মতিক্রমেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য প্রস্তাব আনেন। সেই প্রস্তাবের পক্ষে অগ্নিমিত্রা পাল ও পরিষদীয় মন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ও বক্তৃতা করেন। দু তরফে বক্তৃতা শেষে অধ্যক্ষ বিজেপির সাতজন বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

তপন দত্ত খুনে নিশানায় ছিল রাজ্যের মন্ত্রী, এতদিন পর আদৌ কিছু করতে পারবে সিবিআই?

উল্লেখ্য, বিধানসভায় বিশৃঙ্খলার অভিযোগে শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছিল। যার প্রতিবাদে কয়েক দিন ধরে বিধানসভা চত্বরে ধর্নায় বসেছিলেন ওই বিধায়করা। আজ অধ্যক্ষ সাসপেনশন তোলার কথা ঘোষণা করার পরে বিজেপি ধর্না প্রত্যাহার করে নেয়।

সম্পর্কিত পোস্ট