মমতার পোস্টারে সেজেছে মেদিনীপুর, পাশেই পোস্টার শুভেন্দুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলে শুভেন্দু আছেন, নাকি নেই? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এর মধ্যে মেদিনীপুরের জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে ভরে গিয়েছে গোটা শহর। পাশেই পোস্টার ‘ভূমিপুত্র শুভেন্দু অধিকারী’-র।

সোমবার মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশাল সমাবেশ’ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তার আগে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারে ভরে যায় গোটা শহর। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে, কোথাও দিদি হিসাবে সম্বোধন করা হয়েছে। আবার যেখানেই মমতা অথবা অভিষেকের পোস্টার পড়েছে তার পাশেই পড়েছে ‘ভূমিপুত্র শুভেন্দু অধিকারী’-এর পোস্টার।

সূত্রের খবর, কেরানিটোলা, কালেক্টোরেট মোড় সহ একাধিক জায়গায় পড়েছে পোস্টার। সেখানে কোথাও লেখা ‘মেদিনীপুরের ভুমিপুত্র শ্রী শুভেন্দু অধিকারী’ আবার কোথাও ‘মেদিনীপুরের ভূমিপুত্র’।

আরও পড়ুনঃ জানুয়ারী বা ফেব্রয়ারীতেই হবে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হবেঃ কৈলাশ বিজয়বর্গীয়

উল্লকেহ্য, শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই সোমবার মেদিনীপুরে হাই ভোল্টেজ সভা তৃণমূল সুপ্রিমোর। বৈঠকে উপস্থিত থাকবেন না অধিকারী পরিবারের কোনও সদস্য। কারণ পায়ে চোটের কারণে অনুপস্থিত থাকবেন জেলা সভাপতি এবং সাংসদ শিশির অধিকারী। তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহলের খবর, এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন না শুভেন্দু অধিকারী নিজে। তবে এদিনের জনসভা থেকে শুভেন্দু এবং তাঁর অনুগামীদের জন্য দলনেত্রী কি বার্তা দেন, সেই দিকে নজর গোটা রাজ্যের।

রবিবার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। কিন্তু রবিবার সাংবাদিক সম্মেলন না করে জল্পনা জইয়ে রাখলেন তিনি। তারপরেই মমতার সভার আগে মেদিনীপুর শহর জুড়ে শুভেন্দুকে ‘মেদিনীপুরের ভূমিপুত্র’ হিসাবে তুলে ধরা রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপুর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত পোস্ট