Suvendu Adhikari at Assembly : উত্তরপ্রদেশকে টেনে বিধানসভায় গুলিয়ে দেওয়া রাজনীতি শুভেন্দুর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অদ্ভুত গুলিয়ে দেওয়ার রাজনীতি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari at Assembly )। তাঁদের পরিকল্পনাতেই সোমবার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল নিজের বক্তব্য রাখতে পারেননি।
নিয়ম রক্ষার খাতিরে লিখিত বক্তব্যের শেষ লাইনটুকু পাঠ করে রাজভবনে ফিরে আসেন। রাজ্য বিধানসভা সেদিন বিরোধীদের নজিরবিহীন অসভ্যতামীর সাক্ষী ছিল। সেই ঘটনার জেরে অধ্যক্ষ বুধবার দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। এরপরই অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুরু করে বিজেপি বিধায়করা।
শাসক শিবিরের অভিযোগ, প্রতিবাদের নামে এদিন ফের একপ্রস্থ অভব্য আচরণ করেছেন তারা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে বিজেপি বিধায়করা জয় শ্রীরাম স্লোগান তুলে তাঁর কথায় বাধা দেওয়ার চেষ্টা করে।
এর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari at Assembly ) নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসে। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপির পরিষদীয় দল।
রাজ্যপালের ভাষণের সময় বিশৃঙ্খলা তৈরীর অভিযোগ ! অধিবেশনে সাসপেন্ড দুই BJP বিধায়ক
Suvendu Adhikari at Assembly
সেখানে কিছু অদ্ভুত কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু ( Suvendu Adhikari at Assembly )। দাবি করেন বৃহস্পতিবার যেহেতু উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে, তাই রাজ্যপালের লিখিত ভাষণের ওপর আলোচনা বুধবারের মধ্যেই সেরে ফেলতে চাইছে সরকার পক্ষ।
তাঁর ( Suvendu Adhikari at Assembly ) যুক্তি, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ফের ক্ষমতায় ফিরবেন। তাই মুখ্যমন্ত্রী ঐদিন বিজেপি বিধায়কদের মুখোমুখি হতে চাইছেন না!
উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরতেই পারে। অন্তত বিভিন্ন এক্সিট পোলের পূর্বাভাস তাই বলছে। কিন্তু তার সঙ্গে বাংলার রাজনীতির কি সম্পর্ক এটা বোঝা যাচ্ছে না। সম্ভবত বাংলায় বিজেপির ক্রমশ কোনঠাসা অবস্থা দেখে বিব্রত বিরোধী দলনেতা উত্তরপ্রদেশকে খাড়া করে অজুহাত সাজাতে চাইছেন। তাই তিনি বেশকিছু অবান্তর কথা বলে দু-চারগাছা বিজেপি কর্মী-সমর্থককে উত্তেজিত করে তুলতে চাইছেন বলে তৃণমূলের অভিযোগ।