বিজয়া সম্মিলনীর গেরুয়া কার্ডে শুভেন্দুর নাম, নেই পরিচয়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বদলাচ্ছে সময়। বদল হচ্ছে রাজনীতির! পুর্ব মেদিনীপুরে কান পাতলে একথা হামেশাই শোনা যাচ্ছে। আর এই চর্চার অলিন্দে যিনি রয়েছে তিনি হলেন রাজ্যের মন্ত্রী এবং রাজ্য তৃণমূলের প্রথম সারীর সদস্য শুভেন্দু অধিকারী। পুর্ব মেদিনীপুরে ঢুকলেই শুভেন্দু অধিকারীর মুখ এবং ‘আমরা দাদার অনুগামী’ পোস্টারে ছেয়ে গিয়েছে। এখান থেকেই রাজনীতির বদলের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার সেই জল্পনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে বিজয়া সম্মিলনীর কার্ডকে ঘিরে।

গেরুয়া কার্ডে রাজস্থানী পাগড়ি মাথায় শুভেন্দু অধিকারীর ছবি। আয়োজকের স্থানে স্পষ্ট করে লেখা ‘আমরা দাদার অনুগামী’। কিন্তু সেখানে নেই রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের প্রথম সারীর নেতা শুভেন্দু অধিকারীর পরিচয়। পুরুলিয়া জেলায় এই কার্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। একই ছবি শনিবার দেখা যাচ্ছে মেদিনীপুরেও। সেখানেও শুধুমাত্র শুভেন্দু অধিকারীর নাম থাকলেও নেই পরিচয়।

চলতি কয়েক সপ্তাহ ধরেই দলের সঙ্গে দুরত্ব বেড়েছে শুভেন্দুর। দলীয় কর্মসুচী এবং মন্ত্রী সভার বৈঠক থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বেশ কিছুদিন। তারই মধ্যে বিজয়া সম্মিলনীর গেরুয়া কার্ড শুভেন্দু অধিকারী নিয়ে চর্চা বাড়িয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুভেন্দু নিজেও।

এমনিতেই কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর শারদ শুভেচ্ছার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বেলদায় মৌন মিছিল করেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। প্রায় ১৫০০ জনের ‘আমরা দাদার অনুগামী’ মিছিল আলোচনা বাড়িয়ে দেয়।

পুরুলিয়া শুভেন্দু অধিকারীর অনুগামীদের দাবী, দলের নামে বিজয়া সম্মিলনী করতে গেলে দলের অনুমতির প্রয়োজন হয়। সেখানে রাজনীতি সঙ্গে সরাসরি যুক্ত না থাকা এমন কিছু মানুষ আসেন। তাই শুভেন্দু অধিকারীর নামে বিজয়া সম্মিলনী নিজেরাই ঠিক করেছেন। এটিকে অরাজনৈতিক কর্মসুচী বলে দাবী করছেন তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে শুভেন্দুর কার্যকলাপকে ভালোভাবে নিচ্ছে না তৃণমূলের উঁচু স্তরের নেতারা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথায় সেই বার্তা অনেকটা স্পষ্ট হয়।

সম্পর্কিত পোস্ট