Suvendu Adhikari : বেনজির শাস্তির মুখে শুভেন্দু!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনি রাজ্যের বিরোধী দলনেতা, পদমর্যাদায় ক্যাবিনেট মন্ত্রীর সমান। কিন্তু দোষ করলে শাস্তি সবাইকে পেতে হবে। তাই এবার বেশ কিছুদিন বিধানসভার অধিবেশন তো দূরস্ত, বিধানসভার ভেতরেই প্রবেশ করতে পারবেন না শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।
বিধানসভার (West Bengal Assembly) সেক্রেটারি তাঁকে চিঠি লিখে জানিয়েছেন, চলতি অধিবেশনে বিধানসভার ভিতরে কোথাও ঘুরতে পারবেন না। বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় তাঁর যে ঘর বা চেম্বার আছে সেখানেও ঢুকতে পারবেন না নন্দীগ্রামের বিধায়ক (Nandigram MLA)। তিনি যে ভাতা পান তাও এই সময়ে দেওয়া হবে না। কিন্তু কেন শুভেন্দুকে ( Suvendu Adhikari ) এমন শাস্তি দেওয়া হল?
Bagtui Massacre : দু’মাস আগেই এসপির কাছে নিরাপত্তা চেয়েছিলেন ভাদু, তাজ্জব CBI
গত সপ্তাহে বিধানসভায় বগটুই কাণ্ড (Bagtui Massacre) নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল বিজেপি। যদিও বিষয়টি সিবিআইয়ের তদন্তনাধীন বলে আলোচনা করতে দেননি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
Suvendu Adhikari
সেই সময়ে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। একপর্যায়ে শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে ধ্বস্তাধস্তি বেঁধে যায়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (MLA Asit Majumdar) অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ঘুষি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন!
বিধানসভার মার্শাল ও মহিলা কর্মীদের হেনস্তা করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপরই অধ্যক্ষ শুভেন্দু সহ বিজেপির ৫ বিধায়ককে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করেন। প্রথমে মনে করা হয়েছিল সাসপেনশনের কারণে বিধানসভার চলতি অধিবেশনে আর যোগ দিতে পারবেন না শুভেন্দুরা, যেটা সচরাচর হয়ে থাকে।
কিন্তু বিধানসভার সেক্রেটারি জেনারেল চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, আইন মোতাবেক শুভেন্দু সহ বিজেপির শাস্তি প্রাপ্ত ৫ বিধায়কের কেউই চলতি অধিবেশনেকালীন সময়ে বিধানসভার ভেতরে কোথাওই ঢুকতে পারবেন না!
হামেশাই লোকসভা ও রাজ্যসভার পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নানান কারনে সাসপেন্ড করা হয়। কিন্তু তাঁদের কাউকে এইভাবে আইসভা চত্বরের মধ্যে প্রবেশ আটকানো হয় না।