এবার নন্দীগ্রামে চালু হল ‘শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচন এগিয়ে আসছে যতই রাজনৈতিক মহলে ততই শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা প্রকট হচ্ছে । মন্ত্রীত্ব সহ একাধিক সরকারী পদ ছাড়ার পর বর্ষীয়ান সাংসদ সৌগত রায়কে জানিয়ে দিয়েছেন দলের সঙ্গে থেকে কাজ করা সম্ভব নয়। এবার নিজের পার্টি অফিসের ঠিকানা বদলে ফেললেন নন্দীগ্রামের বিধায়ক।

নিজেরই বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের রেয়াপাড়াতে খোলা হল শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রের কার্যালয়। পুজোপাঠ করে উদ্বোধন করা হয় এই কার্যালয়। বৃহস্পতিবার থেকে সেই অফিসে নতুন করে বোর্ড লাগানো হয়েছে। তাতে লেখা শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র।

আরও পড়ুনঃ  কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এর আগে নন্দীগ্রামের রেয়াপাড়ার ব্লক তৃণমূল কার্যালয় থেকে বিধায়কের সমস্ত কাজ চলত। বুধবার সেখান থেকে সব সরিয়ে নেওয়া হয়। শুভেন্দু রাজনৈতিক অবস্থান এখন কোন জায়গায় তা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর। তৃণমূলের একাংশের মতে, মন্ত্রিত্ব ছাড়লেও দলে এখনও রয়েছেন শুভেন্দু।

কিছুদিন আগেই পুরুলিয়াতে একটি কার্যালয় খোলেন ‘দাদার অনুগামী’ রা। কিন্তু বৃহস্পতিবার নিজের সহায়তা কেন্দ্র খুলে সেই জল্পনা নিজেই একধাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু। নতুন কার্যালয়ে নেই তৃণমূলের প্রতিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা পোস্টার।

তবে কি শুভেন্দুর অবস্থান কোথায়? দল পরিবর্তন, নাকি অন্য দল গড়ছেন শুভেন্দু? প্রশ্ন খুঁজতে ব্যস্ত রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট