রণনীতি সাজাতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভায় ৭৭ টি আসন ঝুলিতে পুড়েছে গেরুয়া শিবির। শাসক দলের বিরুদ্ধে কড়া আক্রমণে হাঁটতে চাইছে পদ্ম শিবির। বিরোধী দলনেতা হিসাবে মঙ্গলবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী৷
এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে নন্দীগ্রামের বিধায়কের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং পরবর্তী রণনীতি ঠিক হবে এদিনের বৈঠকে৷
বিজেপি সূত্রের খবর, বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কারা থাকবেন? চেয়ারম্যান হিসাবে কোন বিধায়করা মনোনিত হবেন? তা নিয়েই আলোচনা হবে এদিন।
একইসঙ্গে নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় যারা ঘরছাড়া রয়েছে তাঁদেরকে ফেরাতে এদিন বৈঠকে বসতে চলেছে গেরুয়া শিবির। একইসঙ্গে হিংসার ঘটনায় দলের একাধিক নেতাদের অনুপস্থিতি নীচু তলার কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। বিক্ষোভে শামিল হয়েছেন অনেক নেতারা। দলবদলের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। এমত অবস্থায় দলের পুনঃগঠনের জন্য শুভেন্দুর ওপর ভরসা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।
শুভেন্দুকে দিল্লিতে তলব নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ডাকা হল না কেন? প্রশ্ন তুলছেন অনেকেই।
নির্বাচনের আগে থেকেই শুভেন্দু অধিকারীকে প্রাধান্য দিয়ে আসছে কেন্দ্রীয় নেতৃত্ব। যা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতারা।