‘ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন’, সারদা কর্তা সুদীপ্ত সেনের অভিযোগের জবাব দিলেন না শুভেন্দু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে ঢোকার মুখে বিস্ফোরক অভিযোগ করেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। তাঁর দাবি, একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিয়মিত ব্ল্যাকমেল করতেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অতীতেও সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন তাঁর থেকে চাপ দিয়ে টাকা আদায় করেছেন শুভেন্দু। সারদা-কর্তার এই অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আলাদা সাংবাদিক সম্মেলন করা হয়। যদিও এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে যান।
সুদীপ্ত সেন যে সময়ের কথা বলছেন সেই সময় তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকার পাশাপাশি তিনি শাসকদলের সাংগঠনিক স্তরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। সুদীপ্ত সেনের অভিযোগ একটি জমির প্ল্যান স্যাংশন করার বিষয় নিয়ে তাঁকে নিয়মিত ব্ল্যাকমেল করতেন রাজ্যের বিরোধী দলনেতা।
পদ্মা সেতু বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতির গতিপথ
কিন্তু এই নিয়ে শুক্রবার ডায়মন্ড হারবারে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কার্যত বিষয়টি এড়িয়ে যান। বলেন, “এই নিয়ে আমি একটাও কথা বলব না। জেল খাটা একজন আসামির কথা নিয়ে প্রশ্ন করলে আমি কোনও উত্তর দেব না!”
এরপরই তৃণমূলের দাবি, সত্যি ফাঁস হয়ে যাওয়ায় উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষের অভিযোগ, সারদা কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে সুদীপ্ত সেন কলকাতা ছাড়ার ঠিক আগের মুহূর্তে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু!
তাঁদের অভিযোগ, সিবিআই ও ইডির হাতে এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে দেওয়া সত্ত্বেও তারা রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সারদা কেলেঙ্কারির তদন্ত থেকে বাঁচতেই বিজেপিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এই নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।