তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর। বৃহস্পতিবার তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। \
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন তিনি। দীর্ঘ সময় ধরে তৃণমূলের সদস্য ছিলেন তিনি। জীবনের মুল্যবান সময় তিনি দলকে দিয়েছেন। তাঁর পদত্যাগ পত্র দ্রুত গ্রহণের আর্জি জানিয়েছেন। কিন্তু কোনও স্পষ্ট কারণ চিঠিতে উল্লেখ করেন তিনি।
এর আগে রাজ্য সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। ২৭ নভেম্বর দুই মন্ত্রক থেকেই ইস্তফা দেন তিনি। সেইসঙ্গে হলদিয়া ডেভলপমেন্ট অথারিটি, এইচআরবিসি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যহতি দিয়েছে শুভেন্দু অধিকারী।
কিন্তু কোনও চিঠিতেই কারণ উল্লেখ করেননি। এমনকি বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও কোনও কারণ উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা পত্রেও কারণ তিনি উল্লেখ করেননি।
শুভেন্দুর ইস্তফার পরেই তাঁকে দলে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বেশ কয়েক মাস ধরেই দলের ব্যানার ছাড়াই একাধিক অরাজনৈতিক কর্মসূচী করেছেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই জল্পনা শুরু হয় তবে কি তৃণমূল থেকে সরে দাঁড়াচ্ছেন শুভেন্দু?
একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। দলের সদস্য হয়ে এই মন্তব্যের জন্য সতীর্থদের সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তখন থেকেই একাধিক পদ থেকে ইস্তফা দিতে শুরু করেন তিনি।
শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর। জল্পনা শুক্রবার বা শনিবার বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আজ দিল্লি যাচ্ছেন না শুভেন্দু।
শনিবার অমিত শাহের কর্মীসভা করার কথা ছিল। তবে জানা গিয়েছে কর্মীসভা নয়। জনসভা করবেন তিনি। আর সেখানেই অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাবেন শুভেন্দু। থাকার কথা রয়েছে,সুনীল মন্ডলের। তবে আর কারা থাকবেন সেই জন্য শনিবার অবধি অপেক্ষা করতেই হবে রাজ্যবাসীকে।