বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ করলেন স্পিকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৭ ডিসেম্বর বিধানসভায় এসে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। পরের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নিয়ম মেনে ইস্তফা জমা পড়েনি। তাই সোমবার তলব করেন স্পিকার।
সোমবার স্পিকারের তরফে বলা হয় শুভেন্দুর জবাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। এদিনের পর থেকে শুভেন্দু আর বিধানসভার সদস্য হিসাবে থাকলেন না। ওই আসনটি খালি বলেই নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার বিধানসভায় এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, আমি নিয়ম মেনে ইস্তফাপত্র জমা দিয়েছি। স্পিকারও নিয়ম মেনে ডেকেছেন। এটা তাঁর অধিকারের মধ্যে পড়ে।
আরও পড়ুনঃ সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ সৌমিত্র খাঁ-এর
স্পিকার তাঁকে জিজ্ঞাসা করেন, লেখাটা শুভেন্দু অধিকারীর কিনা, উনি স্বইচ্ছায় লেখাটা দিয়েছেন কি না। স্পিকারকে তিনি জানিয়েছেন, তিনি ইচ্ছায়, সুস্থ মস্তিষ্কে, নিজ হাতে হস্তাক্ষর করে ইস্তফাপত্র জমা দিয়েছেন ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি শুভেন্দু অধিকারীকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে ডেকে পাঠিয়েছিলেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হয় তিনি কারোর দ্বারা প্রভাবিত হননি। বরং স্বতঃপ্রণোদিতভাবেই এই চিঠি লিখেছেন। কোনও কিছুতে প্রভাবিত তিনি হননি। সোমবার দুপুরের পর থেকে তিনি আর বিধানসভার সদস্য থাকবেন না।
সোমবার কেন্দ্রের সুরক্ষা নিয়েই বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপিতে যোগদানের পর ২৪ ডিসেম্বর নিজের খাসতালুক কাঁথিতে পদযাত্রা করবেন তিনি। তার আগে কাঁথিতে ২৩ তারিখ জনসভা করবে তৃণমূল। উপস্থিত থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিমের মতো নেতৃত্ব।