West Bengal Election: বাইরে থেকে লোক এনে আশ্রয় দিচ্ছে শুভেন্দু, কমিশনের দ্বারস্থ তৃণমূল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নন্দীগ্রামের একাধিক বাড়িতে বহিরাগতদের এনেছেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন তৃণমূল। তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

অভিযোগে নন্দীগ্রাম বিধানসভার অন্তর্ভুক্ত ৪ টি বাড়ির কথা উল্লেখ রয়েছে। এমনকি বাড়ি ঠিকানা, বাড়ির মালিকের নাম সহ পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে ওই চিঠিতে।

অভিযোগ, বেশ কিছুদিন ধরে বাইরে থেকে লোক এসে উপস্থিত রয়েছেন ওই বাড়িতে। এমনকি তাঁরা কোন জায়গার বাসিন্দা তাও উল্লেখ করেছেন তৃণমূল। স্থানীয় পুলিশের কাছে উপস্থিত হওয়ার পরেও কোনও লাভ না হওয়ায় এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে যে বাড়িগুলির কথা উল্লেখ রয়েছে সেগুলি হল; নন্দীগ্রাম যাওয়ার পথে রেয়াপাড়া মোড়ের কাছে কালীপদ শীর বাড়ি। অভিযোগ, কোলাঘাট, কাঁথি, কন্টাই এবং পিংলা থেকে উপস্থিত হচ্ছেন ওই যুবকেরা।

আরও পড়ুনঃ মার্কিন প্রদেশে বন্দুকবাজের হানায় মৃত ১০

দ্বিতীয় তালিকায় রয়েছে চণ্ডীপুর এবং নন্দীগ্রাম রোড থেকে এক কিলোমিটার দূরে হরিপুরে মেঘনাথ পালের বাড়ি। অভিযোগ, ওই বাড়িতে প্রায় বাইরে ৩০ থেকে ৪০ জনকে বাইরে থেকে আনা হয়েছে।

তৃতীয়, বোয়াল ১-এ পবিত্র করের বাড়ি। অভিযোগ, বহরমপুর, ঝাড়ুচরণ, নরসিংহপুর সহ বাইরে থেকে আরও ২০ থেকে ৩০ জনকে এনে রাখা হয়েছে ওই বাড়িতে।

চতুর্থ, বোয়াল এমএসকে এলাকায় ভজহরি সামন্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন ২০ থেকে ৩০ জন।

অভিযোগ, নন্দীগ্রামের বাইরে থেকে প্রায় ৩০ থেকে ৪০ জন করে যুবক থাকছেন এক একটি বাড়িতে। এমনকি এলাকার বেশ কিছু জায়গায় তাঁরা বাইক নিয়ে ঘুরছেন বলে অভিযোগ।

যদিও তৃণমূলের তরফে তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাড়ির মালিকরা। বরং তাঁদের ওপরেই তৃণমূলের লোকেরা নজরদারি চালাচ্ছেন এমনটাই অভিযোগ তুলেছেন একটি বাড়ির মালিক।

সম্পর্কিত পোস্ট