মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করুন, স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সদ্য শিবির বদল করে তৃণমূলে প্রত্যাবর্তন হয়েছে মুকুল রায়ের৷ এর মধ্যেই তাঁকে টাইট দিতে কোমড় বেঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকারকে চিঠি দিলেন শুভেন্দু।

২০১৭ সালে তৃণমূল ছেড়ে দীনদয়াল উপাধ্যায় ভবনে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়।অনেকে বলেন মুকুল রায়ের হাত ধরেই সংগঠন বাড়িয়েছে বিজেপি। লোকসভায় বাংলা থেকে ১৮ টি আসন পাওয়ার পিছনেও মুকুল রায়ের অবদান ছিল অনস্বীকার্য।

কিন্তু বিধানসভা নির্বাচনে আস্তে আস্তে গুরুত্ব হারাতে শুরু করলেন মুকুল। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে লড়তে হয়েছিল কৃষ্ণনগর উত্তর আসনে।বিরোধীদের বিরুদ্ধে বিনা বাক্য ব্যয় করেই সেই আসন জয়লাভ করেন তিনি। বিধানসভায় গিয়ে শপথও নিতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু তারপর থেকে আর বিজেপির কোনও সাংগঠনিক বৈঠকে যাননি। সম্প্রতি ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরে যান তৃণমূলে। তখন থেকেই শোনা যাচ্ছিল মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য সরব হতে পারে বিজেপি।

অন্যদিকে, ২৪ এর নির্বাচনকে পাখির চোখ করে নতুন করে জল্পনা শুরু হয়েছে মুকুল রায়কে ঘিরে। মোদি-শাহের দ্বৈরথের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মমতার ভরসা মুকুল রায়। প্রায় চার বছর পর ফিরে আসা সতীর্থের কাঁধে তুলে দিতে চান সর্বভারতীয়ের সংগঠনের দায়িত্ব।

Mamata Banerjee Moves to HC: নন্দীগ্রাম ভোট মামলার শুনানী বৃহস্পতিবার

শোনা যাচ্ছে, মুকুল রায়ের জন্য রাজ্যসভার পদ ধার্য করবেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু মুকুল রায়কে টাইট দিতে মাঠে নেমেছেন বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, মুকুল রায় কোনও ফ্যাক্টর নয়। আবার মুকুলকে চাপে ফেলতে কোমড় বেঁধেছেন শুভেন্দু। তাঁর বিধায়ক পদ খারিজের দাবীতে শুক্রবার চিঠি দিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে।

কিন্তু শুভেন্দুর এই চিঠির প্রেক্ষিতে কতটা সাড়া দেবেন স্পিকার সেনিয়েও সন্দেহ রয়েছে। কারণ, এর আগে একাধিক বিধায়ক দলবদল করে তৃণমূলে গেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যা নিয়ে সরব হয়েও কোনও লাভ হয়নি বাম-কংগ্রেসের৷ সম্প্রতি দলবিরোধী আইনের সপেক্ষে টুইট করেন বাম নেতা সুজন চক্রবর্তী। তুলে ধরেন দিপালী বিশ্বাসের প্রসঙ্গও।

সম্পর্কিত পোস্ট